আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের আশঙ্কা

জাতিসংঘ বুধবার সতর্ক করে দিয়ে বলেছে, দক্ষিণ সুদানে সহিংসতা ছড়িয়ে পড়ছে। এদিকে বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশটিতে ভয়াবহ যুদ্ধ বেধে যাওয়ায় যুক্তরাষ্ট্র সেখানে থাকা তাদের এবং অন্য বিদেশি নাগরিকদের দ্রুত সরিয়ে নিচ্ছে। ব্রিটেনও সহিংসতাপূর্ণ দেশটি থেকে তাদের দূতাবাস স্টাফ সরিয়ে নিয়েছে। ওয়াশিংটন জানায়, দেশটিতে আশঙ্কা বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে আরও উদ্ধার বিমান পাঠানো হতে পারে। ২০১১ সালে সুদান থেকে স্বাধীন হওয়া দক্ষিণ সুদানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশটিতে আবারও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। দেশটিতে গত রবিবার থেকে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর কয়েকশ' লোক নিহত হয়েছে এবং এতে আতঙ্কগ্রস্ত হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি থেকে পালিয়ে গিয়ে জাতিসংঘ মিশনে আশ্রয় নিয়েছে। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.