আমাদের কথা খুঁজে নিন

   

মাউন্ট চুলু জয়ের উদ্দেশে ঢাবির দুঃসাহসিক 

এভারেস্ট বিজয়ের অংশ হিসেবে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ২১,৫৯৫ ফুট উঁচু মাউন্ট চুলু ইস্ট জয়ের অভিযানে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও তিন শিক্ষার্থী। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবন মিলনায়তনে অভিযানের পতাকা উন্মোচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব (ডিইউএমসি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অভিযাত্রীরা আগামী ১৬ অক্টোবর কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বেন। অভিযানে অংশগ্রহণকারীরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের শিক্ষক মো. আহসানুল হাদি, ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র আসিফুল ইসলাম, সমাজকল্যাণ ইনস্টিটিউটের ছাত্র মো. মোস্তাফিজুর রহমান এবং মনোবিজ্ঞান বিভাগের ছাত্র এসমেয়ার নবী আসিফ। এ ছাড়া অভিযানে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের ছাত্র কাওসার আহমেদ সৈকতও অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্যর্ অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন এনাম তালুকদার এবং এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মূসা ইব্রাহিমসহ ক্লাবের সদস্যরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.