আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ সুদানে বিদ্রোহীদের হামলায় ২ ভারতীü

দক্ষিণ সুদানের জংলি রাজ্যে জাতিসংঘের কম্পাউন্ডে বিদ্রোহীদের হামলায় দুই ভারতীয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ভারতীয় দূত অশোক মুখোপাধ্যায়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। নিউইয়র্কে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক বৈঠকে ভারতীয় শান্তিরক্ষীদের মৃত্যুর কথা ঘোষণা করেন তিনি।

বৃহস্পতিবার দক্ষিণ সুদানের দ্বিতীয় বৃহত্তম নৃতাত্তি্বক গোষ্ঠী নুয়েরের বিদ্রোহীরা জংলির আকোবো শহরে অবস্থিত জাতিসংঘের কম্পাউন্ডটিতে হামলা চালিয়ে তছনছ করে। তারা দিনকা নৃতাত্তি্বক গোষ্ঠীর বেসামরিক অংশকে লক্ষ্য করে হামলাটি চালায়। হামলার সময় কম্পাউন্ডটিতে ৪৩ জন ভারতীয় শান্তিরক্ষী ছিল বলে জানিয়েছেন অশোক। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সিলভা কির তার সাবেক সহযোগী উপরাষ্ট্রপতি রিয়েক মাখারের বিরুদ্ধে সেনা-অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ আনার পর থেকে দেশটিতে সংঘর্ষ চলছে। রবিবার থেকে শুরু হওয়া ওই সংঘর্ষে এ পর্যন্ত ৫০০ মানুষ নিহত হয়েছেন। প্রথমত রাজধানী জুবাতে সংঘর্ষ শুরু হলেও পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে।

প্রেসিডেন্ট কির জাতিসংঘ কম্পাউন্ডে হামলার জন্য মাখারের সমর্থক একটি সেনাদলকে দায়ী করেছেন। রবিবার রাতে মাখারের অনুগত নুয়ের গোষ্ঠীর সেনাসদস্যরা একটি অভ্যুত্থান প্রচেষ্টার মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন কির। তবে মাখার তা অস্বীকার করেছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার অবিলম্বে দক্ষিণ সুদানে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পেঁৗছেছে বলে তিনি হুঁশিয়ারি জানিয়েছেন। এর আগে ওবামা জানান, সুদানে মার্কিন জনগণ ও স্বার্থ রক্ষায় তিনি সহিংসতা কবলিত দেশটিতে বুধবার ৪৫ সেনা মোতায়েন করেছেন।তিনি সতর্ক করে বলেন, 'সুদানে সাম্প্রতিক ভয়াবহ সহিংসতা দেশটিকে আবার তার ফেলে আসা কালো দিনগুলোতে নিয়ে যেতে পারে।' সুদানে ক্রমবর্ধমান সহিংসতা বিশ্বের নবীনতম দেশটিকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট এক বিবৃতিতে আরও বলেন, 'রাজনৈতিক সুবিধা অর্জন বা সরকারকে অস্থিতিশীল করার জন্য চলমান এই সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। উত্তেজক বাগাড়ম্বর ও সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। বিবিসি, এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.