আমাদের কথা খুঁজে নিন

   

মোহাম্মদপুরে যুবকের আত্মহত্যা

রাজধানীর মোহাম্মদপুরে ইবনে তৌফিকুল ইসলাম ইমন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম সদরের নতুন শহর এলাকার নুরুল ইসলাম বাবলুর ছেলে। ইমন মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোড ২৫২/১০ নম্বর বাসার চতুর্থ তলায় থাকতেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ইমন রুমের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। ইমনের রুম থেকে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়; এছাড়া আর উপায় ছিল না আমার'- লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, ইমন একাধিকবার বিসিএস পরীক্ষা দিলেও চাকরি পাননি।

কিন্তু তার আত্দীয়-স্বজনের কাছে মিথ্যার আশ্রয় নিয়ে পুলিশে চান্স পেয়েছেন বলে জানান।

নিহতের চাচাতো ভাই আবদুল ওহাব স্বপন জানান, ইমন খুব ভদ্র ও নম্র স্বভাবের ছিলেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডারে (পুলিশ) চান্স পেয়েছেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিং নিচ্ছেন। ৮ ডিসেম্বর ইমন ট্রেনিংয়ের সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হন। পরে ছুটি নিয়ে ঢাকা আসেন। এসব কথা ইমন তাকে জানিয়েছিলেন। তিনি আত্দহত্যা করতে পারেন না।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, নিহত ইমন পুলিশের কেউ না। তিনি আত্দহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.