আমাদের কথা খুঁজে নিন

   

গেমিং গ্যালারি [পর্ব -৫]:: Intel CORE I7-4960X এর রিভিউ

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন । আমি ভাল আছি
আবার লিখতে বসে গেলাম
এবার আপনাদের জন্য এনেছি Intel CORE I7-4960X এর রিভিউ
 

জনপ্রিয় প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান Intel সম্প্রতি বাজারে ছেড়েছে তাদের তৈরি সবচেয়ে শক্তিশালী ডেস্কটপ প্রসেসর Intel CORE I7 4960X । এটি মূলত Intel এর তৈরি Core I7 3970X এর আপডেট ভার্সান । Core i7 4960x বাজারে এসেছে গত সেপ্টেম্বর মাসে ।

এটি Core i7 Extreme সিরিজের প্রসেসর , এই সিরিজের প্রসেসরের কোড নেম Ivy Bridge-E । এই সিরিজের প্রসেসরের গঠন সাধারন Core i7 সিরিজ থেকে আলাদা ; এই সিরিজের সাথে Core I7 এর চেয়ে Intel xeon সিরিজের প্রসেসরের সাথে মিল বেশি । Core i7 4960x 22nm প্রযুক্তিতে তৈরি । এতে ৬টি কোর ১২টি থ্রেড আছে । এতে 15MB Level 3 cache আছে ।

এর Clock speed 3.6 Ghz প্রয়োজন মত সর্বোচ্চ 4.0 Ghz হয়ে যাবে । এতে Intel Turbo boost technology আছে । এর Bus Speed 5 GT পার সেকেন্ড । এটি সর্বোচ্চ 130W বিদ্যুৎ খরচ করবে । এর জন্য LGA2011 সকেটের মাদারবোর্ড প্রয়োজন ; Core i7 extreme সিরিজের সব প্রসেসরের জন্যই LGA2011 সকেটের মাদারবোর্ড প্রয়োজন ।

Core i7 4960x এর CPU Mark স্কোর 14291 , Pc mark 7 স্কোর 6099 , Cinebench video rendering স্কোর 11.85 । সব মিলিয়ে অসাধারন এক প্রসেসর এই Core i7 4960x কিন্তু এর দাম বড্ড বেশি 1050$ (ডলার) ।
সব Detailes এককথায় আবারও :
 
সবাই কে পড়ার জন্য ধন্যবাদ ।  কৃতজ্ঞতাঃ >BALE<
 
https://www.facebook.com/groups/gamesworldfans/
পেজ
https://www.facebook.com/games.world.bangladesh

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।