আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদা চেয়ে ফোন

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে প্রতারণায় নেমেছে একটি চক্র। তারা কখনো শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ, শিবির নাছিরের সহযোগী পরিচয় দিয়ে চাঁদা চেয়ে ফোন করছে বিভিন্ন ব্যক্তির কাছে। ফোন পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এরই মধ্যে কয়েকজন চাহিদামতো টাকা তুলে দিয়েছেন ওই চক্রের হাতে। অনেকে আবার পরিত্রাণ পেতে প্রশাসনের কাছে ছুটে গেছেন। এটাকে প্রতারণা আখ্যায়িত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বাবুল আকতার বলেন, 'চট্টগ্রামের বাইরের একটি চক্র নতুন কৌশলে প্রতারণায় নেমেছে। যে মোবাইল ফোনগুলো থেকে ফোন আসছে সেগুলো কোনো সন্ত্রাসীর নয় তা আমরা নিশ্চিত। আকতার হোসেন নামে চট্টগ্রামের এক ব্যবসায়ী জানান, '১২ ডিসেম্বর শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।' সিএমপি সূত্রে জানা যায়, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর অঞ্চলের কয়েকটি প্রতারক চক্র নিজেদের শীর্ষ সন্ত্রাসী ও সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জনকে ফোন করছে। মূলত শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চক্রগুলো এ কাজটি করছে। এ চক্রের সদস্যরা প্রতি সপ্তাহে মোবাইল সিম পরিবর্তন করে। চাঁদা দাবি করতে যে সেট ও সিম ব্যবহার করে তা দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করে না। তাই তাদের গ্রেফতার দুরূহ হয়ে পড়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.