আমাদের কথা খুঁজে নিন

   

রেলে নাশকতা প্রতিরোধে শ্রমিক লীগের 'স্কোয়

সারা দেশে অবরোধ ও হরতালের সময় রেলওয়েতে নাশকতাকারীদের প্রতিরোধে প্রশাসনের বিশেষ নজরদারির পাশাপাশি রেল শ্রমিক লীগও নিজেদের কর্মীদের নিয়ে 'নাশকতা প্রতিরোধ স্কোয়াড' কমিটি গঠন করছে। চলতি সপ্তাহের মধ্যেই রেল শ্রমিক লীগের জরুরি সভা আহ্বান করে রেলের ৫৬টি শাখা কমিটির নেতা-কর্মীদের নিয়েই কমিটি গঠন করবেন বলে শ্রমিক লীগের দায়িত্বশীল নেতারা জানান। তবে গত ১৬ দিনে পূর্বাঞ্চল রেলে ২৬ বার নাশকতার ঘটনায় পৃথকভাবে ১০টি থানায় ২৬টি মামলা করেছে পুলিশ। রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আখন্দ বলেন, দেশের যোগাযোগের একমাত্র ভরসা রেলপথে বিভিন্ন নাশকতার কারণে ভেঙে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থাও। অবরোধ ও হরতালের সময় রেলে যে নাশকতার সৃষ্টি হচ্ছে, তা প্রতিরোধ করতে রেল শ্রমিক লীগ নিজেদের কর্মীদের নিয়ে 'নাশকতা প্রতিরোধ স্কোয়াড' কমিটি গঠন করবে। এ নিয়ে এ সপ্তাহের মধ্যেই জরুরি সভা ডেকে রেলের ৫৬টি শাখা কমিটির নেতা-কর্মীদের নিয়েই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.