আমাদের কথা খুঁজে নিন

   

আবার লিরিক্স ঃ যদি আজ তার মন খারাপ হয়

রোদ্দুর অনুভব… হেঁটে হেঁটে ছুঁয়ে যাবে তোমার কলরব… পলকতলে জমা মেঘদল… খাঁচা ভেঙ্গে একদিন ঠিক এনে দিবো নোনাজল…

( অনেক দিন পর কাউকে ভেবে কিছু লিখলাম । গল্প কবিতা মাথায় আসে না তাই লিরিক্স । কেউ সুর করে দিলে কৃতজ্ঞতা । সুরের প্রয়োজনে গানের কথা পরিবর্তন / পরিমার্জন করা যাবে । ধন্যবাদ ।

)[/sb কিছু শব্দ পায়ে পায়ে হেঁটে কিছু বিষণ্ণতা শরীরে সেঁটে ধুসরতা পেরিয়ে অন্য আকাশে বিরূপ বাতাস আর কুয়াশায় ভেসে । তার কাদাজল উঠোনে মন পাহারায় অহর্নিশ জেগে রয় যদি আমায় ভেবে আজকে তার মন খারাপ হয় । কিছু ভুল জমে থাকে এখনও আঁচলে কিছু স্মৃতি জল হয় আজও পলকতলে । । যে না পাওয়া তার গহীনে ঘুমায় যদি ফিরে তা আধ খোলা জানালায় ।

এই শব্দেরা সুর হয়ে মন পাহারায় অহর্নিশ জেগে রয় যদি আমায় ভেবে আজকে তার মন খারাপ হয় । ঘাসের গায়ে শিশিরের মতো নির্জন বেঁচে থাকা কিছু রুপকথার দিন আজও ডেকে আনে নিঃসঙ্গতা । । যেসব শূন্যতা তার গহীনে ভাবায় যদি কড়া নাড়ে তা বন্ধ দরজায় । এই শব্দেরা সুর হয়ে মন পাহারায় অহর্নিশ জেগে রয় যদি আমায় ভেবে আজকে তার মন খারাপ হয় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.