আমাদের কথা খুঁজে নিন

   

নির্দলীয় সরকার আর হবে না: মুহিত

তবে এই নির্বাচন হয়ে গেলে পরবর্তী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা চালাতে সরকার রাজি বলেও জানিয়েছেন তিনি।  
সব দলের অংশগ্রহণে নির্বাচনের প্রত্যাশা করে আসা কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন রোববার সচিবালয়ে দেখা করেন অর্থমন্ত্রীর সঙ্গে। রাজনৈতিক সমঝোতা না হওয়ায় হতাশাও প্রকাশ করেন তিনি।
আগামী ৫ জানুয়ারির নির্বাচনের দিকে আওয়ামী লীগ এগিয়ে গেলেও নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপি তা বর্জন করছে।
দুই দলের বিরোধের ফলে সৃষ্ট সংঘাতে উদ্বিগ্ন কানাডার হাইকমিশনার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চলমান পরিস্থিতিতে সরকারের অবস্থান জানতে চান।

 
“উনি এ নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছেন। আমি বলেছি, এটা তো নির্বাচন সে রকম না। বড় দল অংশ নিচ্ছে না। প্রধানমন্ত্রীও আগেই বলে দিয়েছেন, এটাতে পুরো ম্যান্ডেট পাওয়া যাবে না,” মুহিত সাংবাদিকদের বলেন।
তিনি আরো বলেন, “বিরোধীদলীয় নেত্রীর সর্বশেষ দাবি হিসেবে রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না তারা।

তবে উনি যদি সংবিধান মেনে আসেন তাহলে ৫ জানুয়ারির পর সর্বদলীয় সরকার নিয়ে আলাপ-আলোচনা হতে পারে। ”
এই পর্যায়ে বিএনপি চেয়ারপারসনকে আক্রমণ করে মুহিত বলেন, “খালেদা জিয়া ঠিক করে রেখেছেন উনি সংবিধান মানবেন না। দেশসেবা তার কখনোই লক্ষ্য ছিল না। তার জীবনের একমাত্র লক্ষ্য আন্দোলন করে এই সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসবেন। কিন্তু আন্দোলন করে ক্ষমতায় যাওয়া যায় না।


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “নির্দলীয় সরকার আর হবে না কোনোদিন।
ফাইল ছবি “অনেক অপদার্থ অনেক বড় টকশো হয়ে যায়। রাজনীতি করতে হলে রাজনীতিতে আসতে হবে। নির্বাচন না করে পলিটিশিয়ান হওয়া যায় না। ”
ফাইল ছবি
বিরোধী দলের হরতাল-অবরোধ ও সহিংসতার বিষয়ও বৈঠকে তোলেন কানাডার রাষ্ট্রদূত।


মুহিত বলেন, “বিরোধী শক্তি যে পদক্ষেপ নিচ্ছে, সেটাকে আমি রাষ্ট্রের শত্রুতা বলব। তাদের এই হরতাল অবরোধে মানুষের কোনো সমর্থন নেই। “
“আমার প্রস্তাব ৫ জানুয়ারির পর জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তাহলেই সব ঠিক হয়ে যাবে। ”
দেশের অর্থনীতির স্বার্থে হরতাল-অবরোধ বন্ধ ‘করতেই হবে’, বলেন তিনি।


অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হিদার ক্রুডেন সাংবাদিকদের বলেন, “দুর্ভাগ্য যে আওয়ামী লীগ ও বিএনপি সামনের এগিয়ে যাওয়ার বিষয়ে এখনো কোনো সমাধান বের করতে পারেনি। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.