আমাদের কথা খুঁজে নিন

   

ওরাকল এর প্রাথমিক ধারণা (বেসিক ওরাকল)

হঠাৎ সেদিন আমার বন্ধু ফোন করে বলল আমি ওরাকল শিখছি। ওরাকল সম্পর্কে আমার খুব ভালো ধারনা নেই, কিন্তু ওনেকদিন ধরে আইটি নিয়ে কাজ করায় ওরাকল সম্পর্কে একটা প্রাথমিক ধারনা তৈরি হয়েছে। সময়, প্রয়োজন এবং সুযোগ কোনটিই প্রবল হয়ে ওঠেনি বলে এখনও পর্যন্ত ওরাকল শেখা হয়নি। তবে যাদের সময়, সুযোগ, ইচ্ছা সেই সাথে যারা ওরাকল শেখার জন্য মানুষিক ভাবে প্রস্তুতি গ্রহন করেছে মূলত তাদের জন্যই এই টিউনটি। এছাড়া ওরাকল সম্পর্কে একটি প্রাথমিক ধারনা পাবার জন্য যে কেউ দেখতে পারেন।



এ পর্যায়ে নতুনদের কাছে ওরাকল সম্পর্কে যে প্রশ্নগুলো আসতে পারে এখানে সেই প্রশ্ন গুলো এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি।
ওরাকল কি?
ওরাকল হচ্ছে ডাটাবেজ সার্ভার।
ওরাকল এর কাজের ক্ষেত্র এবং কোন কাজ গুলো ওরাকল দিয়ে করা হয়?
বড় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সার্ভার থাকে এই সার্ভারগুলো ওরাকল দিয়ে করা হয়। এগুলোর জন্য অবজেক্ট অরিয়েন্টেট প্রগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয় Java, php, c#, c++, vb
ওরাকল কি ল্যাঙ্গুয়েজ?
না, ওরাকল সার্ভার, এখানে শুধু ডাটা রাখা হয়।
কি ধরনের ডাটা রাখা হয়?
সব ধরনের accounting, employee info, client info, stock info, student info ইত্যাদি।


ওরাকল এ কাজ করতে হলে প্রগ্রামিং জানার প্রয়োজন আছে কি?
জানলে ভাল, তবে না জানলেও কোন সমস্যা নেই, কেননা প্রোগ্রামারদের কাজ ডাটাবেজ কে কানেক্ট করে বিভিন্ন ইউজার ইন্টারফেজ এর মাধ্যমে ব্যাবহার উপযোগী করা, আর ওরাকল ডেভেলপারদের কাজ ডাটাবেজ ক্রিয়েট করা।
যেমন মাইক্রোসট একসেস এ ডাটাবেজ ডেভেলপ করা যায় ওরাকল কি এ ধরনের কিছু?
ওরাকল এবং একসেসস একজিনিস নয়। তবে ডাটাবেজ এর ক্ষেত্রে কিছুটা মিল রয়েছে।
ওরাকল এ ডাটাবেজ ডেভলপমেন্ট এর জন্য কি আলাদা কিছু প্রয়োজন আছে? যেমন কোন টেকনিক্যল সাপোর্ট?
বড় প্রতিষ্ঠান হলে প্রয়োজন আছে। যেমন ব্যংক, ছোট হলে হোস্টিং সার্ভারে আপলোড করলেই হয়।


আরো বিস্তারিত জানতে নিচের লিংকগুলো দেখুন
Oracle_Database
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
ভিডিও টিউটরিয়াল
উৎসর্গ : আমার বন্ধু মোস্তাফিজ
কৃতজ্ঞতা ঃ শ্রদ্ধেও বড় ভাই আনোয়ার শামিম রিজভি।
ওরাকল সম্পর্কে আরো ভালো ধারনা কিংবা এ সম্পর্কে কোন লিংক থাকলে কমেন্ট এ শেয়ার করুন। এছাড়া টিউনে কোন ভূল থাকলেও কমেন্ট করে যানাবেন। সবাই ভালো থাকবেন।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.