আমাদের কথা খুঁজে নিন

   

“ওরাকল ও ডেভেলপার” ইঞ্জিনিয়ার [পর্ব-১০] :: ওরাকল SQL বিভিন্ন ডেটা টাইপ এবং SQL বৈশিষ্ট্যসমূহ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।শুভেচ্ছা রইল।চিন্তা করছি আপনাদের জন্য ওরাকল আরো সহজ ভাবে শিখার জন্য ভিডিও তৈরি করব কেমন হবে বলুনত? ওরাকল এর নতুন টিউন লিখতে আমাকে অনেক কষ্ট করতে হয় কারণ টিউন লিখতে আমাকে অনেক চিন্তা করতে হয় যাতে আপনারা সহজে বুঝতে পারেন।   আজ আমরা ওরাকল ডেটা টাইপ নিয়ে আলোচনা করব এবং সিকুয়েল এর বৈশিষ্ট্য জানব আর কী ভাবে এডিট করা যায় তা শিখব
ওরাকল ডেটাবেজের মধ্যে ডেটা সংরক্ষন করতে একটি টেবিল তৈরি করতে হয় আর ঐ টেবিলে কলাম নির্ধারণ করার প্রয়োজন হয় কারণ কোন কলাম কোন ধরনের যেমন-বর্ণ (Character)আকারে,নাম্বার(NUMBER) আকারে,সময় (date and time)আকারে এই সব নির্ধারণ করাই হল ডেটা টাইপ(ডেটার  ধরণ) নিচে দেখল সহজে বুঝতে পারবেন টেবিলে ওরাকল বিল্ট-ইন ডেটা টাইপ উল্লেখ করা হল
উদাহরণ হিসাবে একটা টেবিল তৈরি করি এই কোড টি টাইপ করুন
সাধারণ ভাবে সিকুয়েল এর বৈশিষ্ট্য জানা প্রয়োজন
কি ভাবে SQL*plus open এবং লগ অন করবেন তা আমারা বিগত পর্ব গুলোতে দেখেছি
SQL*plus এর সবচেয়ে বড় অসুবিধা হল,এতে লেফট এ্যারো এবং রাইট এ্যারো কী এর কাজ নাই অর্থা কী বোর্ডের ডান এবং বাম কী কোন কাজ নাই। এতে করে আপনি যদি টাইপ করার সময় কোন ভুল করনে তাহলে তা আবার টাইপ করতে হবে ধরুন আপনি ১০-২০ লাইনের একটি কোড টাইট করলনে যদি ১২ লাইনে একটি কমা দিতে ভুলে গেছেন তাহলে আবার প্রথম থেকে প্রোগ্রাম টাইপ করতে হবে তাই প্রোগ্রাম লিখতে সাবধানে লিখিয়েন
তবে কিছু নিয়ম আছে যা ব্যবহার করে এডিট করতে পারেন
উত্তর পাঠাতে হবে আগামী ১৫-০২-২০১৪ এখানে(Rahimuddin2012@gmail.com  facebook: shohag cid )
আজ এখানে নতুন যারা আমার সাথে যুক্ত হতে চান তারা আমাকে ইমেইল করে নাম ঠিকানা পাঠাতে হবে এবং ১ পর্ব থেকে আজকের পর্ব পযর্ন্ত পড়ে আমাকে জানান সবার জন্য উমুক্ত । ভুল করলে ক্ষমা করবেন
যোগাযোগ করুন : FACEBOOK    SHOHAG CID
ইমেইল :RAHIMUDDIN2012@GMAIL.COM

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.