আমাদের কথা খুঁজে নিন

   

আপনার ইচ্ছা মতো জিটিএ ভাইস সিটির F.M রেডিও এডিট করুন আর শুনুন নিজের পছন্দের গান!!!

আসসসালামু আলাইকুম, সবাইকে টেকটিউনসে এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশে-পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। সব সময়ই হাসি খুশি থাকুন।
আজকে আপনাদের শেখাবো কিভাবে "ভাইস সিটি" গেমটির এফ এম রেডিও এডিট করা যায় মানে ভাইস সিটিতে যে বিভিন্ন গাড়িতে উঠলে যে গান বাজতে থাকে সেগুলো.... আপনারা কেউ যদি এই গেমটির রিভিউ না পড়ে থাকেন তাহলেচট জলদি পড়ে আসুন

আসুন এবার তাহলে শুরু করা যাকঃ
১) সবার প্রথমে এখান থেকে এই সফটওয়্যারটি নামিয়ে নিন
২) এবার এটি ওপেন করুন
৩) এবার ওপেন হবে।
৪) এবার mp3 to ADF এ ক্লিক করুন

৫) এবার পছন্দের গান সিলেক্ট করুন আর যেখানে সেভ হবে তার জায়গাও সিলেক্ট করুন

৬) এবার ওগুলো এ.ডি.এফ ফাইল হিসেবে সেভ হবেঃ

৭) এবার Gta Vice City Folder--->audio তে যান এবার ADF হিসেবে থাকা সকল ফাইল গুলো খুজে বের করুন এবং ডিলিট করুন
৮) এবার আপনার ফাইল গুলো ওই ফোল্ডারে পেস্ট করুন ব্যাস এবার জিটিএ ভাইস সিটি চালু করুন গাড়ি চুরি করুন ব্যাস নিজের পছন্দের গান শুনুন
****আপনি যদি এডিএফ ফাইল গুলোকে মুসিক করতে চান তাহলে শুধু ADF to mp3 তে ক্লিক করুন****
আমার সাথে যোগাযোগ করুন
আমরা কয়েকজন টিউনার মিলে একটি গেমিং গ্রুপ আর ফ্যান পেজ খুলেছি আমাদের সাথে যোগ দিনঃ
গ্রুপ
ফ্যানপেজ

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.