আমাদের কথা খুঁজে নিন

   

মনিরামপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামে হাবিবুর রহমান নামে এক বিএনপি কর্মী খুন হয়েছেন।

আজ দুপুরে বাড়িতে ভাত খাওয়ার সময় একই এলাকার কিছু সন্ত্রাসী তাকে কুপিয়ে খুন করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতের স্ত্রী শিফালী খাতুন জানান, দুপুরে যখন হাবিবুর রহমান ভাত খাচ্ছিলেন, তখন এলাকার চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ কর্মী তৌহিদের নেতৃত্বে আলমগীর, লিংকন, সোহাগ ওরফে পিচ্চি সোহাগসহ একদল যুবক তাদের বাড়িতে চড়াও হয়। তারা প্রথমে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় ও হাবিবুরকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

মনিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল জানান, নিহত হাবিবুর রহমান তাদের দলের সক্রিয় কর্মী। তার খুনিরা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ। এই চাঁদাবাজ চক্রের বিরোধিতা করায় হাবিবুরের বড়ভাই রহিমকে কয়েক মাস আগে কোপানো হয়।

আরও অনেক লোক এদের হাতে আক্রান্ত হয়েছে।

স্থানীয় বিএনপি হাবিবুর রহমান খুনের প্রতিবাদে আজ বিকেলে মাছনা সাতনল বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

খুনিদের গ্রেফতার দাবিতে আগামীকাল একই স্থানে সমাবেশ করা হবে বলে দলটির নেতারা জানান।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।