আমাদের কথা খুঁজে নিন

   

মনিরামপুরে গুলি করে শিবির কর্মী আটক

যশোরের মনিরামপুরে আজ সকালে গুলি করে আনোয়ার হোসেন ভুলু হোসেন নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

দু'পায়ে গুলিবদ্ধি অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মনিরামপুর থানার ওসি মিজানুর রহমান দাবি করেন, মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের একটি আমবাগানে জামায়াত-শিবির সভা করছে খবর পেয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।

এসময় ভুলু পুলিশকে লক্ষ্য করে গুলি ও তার সহযোগিরা বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই পায়ে গুলিবদ্ধি হয়ে আহত হয় ভুলু। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভুলুকে আটক ও এক রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভুলুর বিরুদ্ধে গত সংসদ নির্বাচনে কেন্দ্রে আগুন, বাড়ি-ঘর ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ৪টি মামলা রয়েছে। সে মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।