আমাদের কথা খুঁজে নিন

   

ধোঁয়াটে ..

কখনো সুরের ছন্দ মেলেনা,তো কখনো তাল তবু গেয়ে যেতে হয় মিলিয়ে সাথে সময়ের সুর-তাল!

আজকাল শহর টাও ধোঁয়াটে মনে হয়
ঠিক মানুষ গুলোর মতো,
ধোঁয়ার আড়ালে ফিঁকে হয়ে থাকে
ঘটে যাওয়া ঘটনা শত।

কি ভাবুকের মতো ভাবনা?!যা হাস্যকরই বটে!
যেমন ভাবো তেমনটাই কিন্তু কখনো কখনো রটে!

তবে আমি বারো মাস হাঁচি দেওয়া রোগী
তাই ধোঁয়া গুলো আমার জন্য খুবই উপযোগী!
আমি ধোঁয়ার মাঝেই খুঁজে পাই,আমার রোগের পথ্য
ধোঁয়া থেকেই খুঁজে নেই,মানুষ চেনার তত্ত্ব।

এই শহরটা যতো ধোঁয়াটেই হোক
তবুও আছে কিছু টা স্বচ্ছ
ধোঁয়ার আড়ালেও খুঁজে পাওয়া যায়
সুখ কিছুটা সূক্ষ!

ধোঁয়া উঠা চা কিংবা কফি
চিনি তাতে থাকুক না যতোখানি
এই শহরে ব্যস্ত সময় শেষে
তা দূর করে দেয় অনেক ক্লান্তি আর গ্লানি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।