আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগ: বাঁশ খাওয়া ও সিকৃবির নতুন শিক্ষার্থীদের ভর্তিকার্যক্রম !!

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! সরকার কেরোসিনের, ডিজেলের, অকটেনের দাম বাড়িয়েছে, সাধারণ মানুষ বাঁশ খেল...জ্বালানির দাম বাড়ানোয় রোববার বিএনপি হরতাল দিল। হরতাল দিলে কি দাম কমে যাবে ? সাধারণ মানুষ দ্বিতীয় দফায় বাঁশ খেল !! এইবার আসি আসল কথায়, হরতালের কারণে একবার সিকৃবির ভর্তী কার্যক্রম স্থগিত হয়েছিল । নতুন তারিখ ছিল ৬জানুয়ারী ২০১৩..কিন্তু আবার হরতাল। সাধারণ মানুষের পাশাপাশি সিকৃবির নতুন শিক্ষার্থীরা বাঁশ খেল...অভিবাবক আর নতুন পিচ্চিদের ফোনের জ্বালায় টিকা যাচ্ছে না...তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হরতালের কারণে সিকৃবিতে ভর্তির তারিখ পরিবর্তন এখন পর্যন্ত হয় নাই । নতুন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের শনিবারের ভেতর ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের আশে পাশে থাকার জন্য পরামর্শ দেয়া গেল....সিলেটের পোলাপানরা সকাল না খেয়ে হাটা দিবা...সিম্পল সমাধান !!  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।