আমাদের কথা খুঁজে নিন

   

খালেদ খানের কুলখানি

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ গ্লিটজকে বলেন, “খালেদ খানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে তার মেয়ে জয়িতা অনুরোধ জানিয়েছেন। ”
খালেদ খান ৫৬ বছর বয়সে শুক্রবার রাতে পরলোকগমন করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বারডেম হাসাপাতালের বারান্দায় দেশের নাট্যাঙ্গনের ব্যক্তিত্বসহ সাধারণ মানুষের ঢল নামে। পরদিন শহীদ মিনারে লাখো ভক্ত ও শুভানুধ্যায়ী ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রিয় অভিনেতাকে।
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক খালেদ খানের স্ত্রী এবং কণ্ঠশিল্পী ফারহিন খান জয়িতা তাদের সন্তান।


হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’ ও ইমদাদুল হক মিলনের ‘রূপনগর’ নাটকে অভিনয় করে সে সময় দারুণ জনপ্রিয়তা পান খালেদ খান। রূপনগর নাটকে ‘ছি, ছি, তুমি এত খারাপ’ সংলাপটি সেই সময় দর্শকদের মুখে মুখে ফিরত।


১৯৭৫ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে মঞ্চনাটকে তার যাত্রা শুরু হয়। মঞ্চে দেওয়ান গাজীর কিসসা, নূরুল দীনের সারাজীবন, দর্পনসহ ৩০টির বেশি নাটকে অভিনয় করেছেন। নির্দেশনা দিয়েছেন পুতুল খেলা, ক্ষুধিত পাষাণসহ ১০টির বেশি নাটক।


অসুস্থ হওয়ার আগে তিনি নাগরিক নাট্যাঙ্গনের 'রক্ত করবী' নাটকের বিশু পাগল চরিত্রে অভিনয় করেন। সুবচন নাট্য সংসদের 'রূপবতী' নাটকেরও নিদের্শনা দেন।
এই বছর শিল্পকলা একাডেমি নাট্যকলায় পুরস্কারের জন্য খালেদ খানকে মনোনীত করেছিল। সেই পুরস্কার হাতে নেওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই শিল্পী।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।