আমাদের কথা খুঁজে নিন

   

ইব্রাহীম খালেদ ও শাইখ সিরাজ



বিএনপির বুড়ো বুড়ো নেতারা তারেক জিয়ার গুণগাণ গেয়ে চলেন- সেটা রাজনীতি ও ক্ষমতার জন্য। তারেক জিয়ার গূনগাণ গাওয়ার লোকের অভাব নেই- কিন্তু বৃদ্ধ নেতারা কেন? নিরব থাকলেও তো পারেন। ইব্রাহীম খালেদের মতো বৃদ্ধ অর্থনীতিবিদরা শাইখ সিরাজকে নিয়ে প্রবন্ধ লেখেন। ক্ষমতা- অর্থ- মানুষকে কোথায় নিয়ে যায়? শাইখ সিরাজকে নিয়ে প্রবন্ধ লেখার জন্য লোকের কোনো কমতি নেই। কিন্তু সেটা সৈয়দ ইব্রাহীম খালেদকেই লিখতে হবে? কাছে থেকে যারা চেনে- শাইখ সিরাজ একুশের পদক পাওয়ার পর নিজের সম্মানী ২৫% বাড়ানোর জন্য সরকারি দপ্তরে আনুষ্ঠানিক চিঠি লিখেছিল্।

ফোনের বিল কমানোর জন্য টিএনটির স্মরণাপন্ন হয়েছিল- আর- জাতীয় পদকের ষূত্র ধরে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে গড়ে তুলেছিল ইমপ্রেস টেলিফিল্ম। তাঁকে নিয়ে ইব্রাহীম খালেদের লেখা শোভা পায় না। ইব্রাহিম খালেদ লিখতে পারতেন যদি শাইখ সিরাজের মৃত্যু হতো। জীবীতাবস্থায় ইব্রাহিম খালেদ সম্পর্কে কোনো লেখা ছাপা হবে কিনা জানিনা। আর এটাও জানি সৈয়দ ইব্রাহিম খালেদ নিজের নামে লেখা ছাপানোর জন্য কোনো খরচ করবেন না।

অতএব হবে না। তবে পারিশ্রমিকএর বিনিময়ে এই কাজটি তিনি না করলেও পারতেন। অবশ্য পতিত বৃদ্ধিজীবীরা বিষ্ঠা থেকেও অর্থ কুড়ায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.