আমাদের কথা খুঁজে নিন

   

'মার্চ ফর ডেমোক্রেসি..............

আমার আমি ....



আর হরতাল অবরোধ নেই...স্বস্তি ফিরল আগামী কয়েকদিনের জন্য। ২৯ ডিসেম্বর থেকে বেগম খালেদা জিয়া 'মার্চ ফর ডেমোক্রেসি' নামে নতুন কর্মসূচী দিলেন। অর্থাৎ গনতন্ত্রের জন্য ঢাকা অভিমুখে যাত্রা ২৯ ডিসেম্বর থেকে.. দলীয় ও জোট নেতাকর্মী সহ সব শ্রণী-পেশার মানুষ কে শরীক হতে বলছেন এ ব্যাতিক্রমী কর্মসূচীতে। সাধুবাদ জানায় এ শান্তিপূর্ণ কর্মসূচীকে। তবে এটা নিঃসন্দেহে কৌশলী আন্দোলন হতে যাচ্ছে, বিভ্রান্তিতে পড়ল সরকার ।

অব্যহত অবরোধ আন্দোলনে যখন অচল দেশ, তখনই ইউটার্ণ... স্বস্তি পেল জাতি, তবে কথা থেকে গেল... হাজারো প্রশ্ন সামনে এলো, রাজনীতির বল ঠেলে দেয়া হলো সরকারী সীমানায়।
কৌশলী এজন্য বলছি যে এরই মেধ্যে উদ্ভট নজীরবিহীন প্রহসনের নির্বাচন করতে গিয়ে আওয়ামীলীগ এখন একা হয়ে পড়েছে দেশী তো বটেই আন্তর্জাতিক অঙ্গনেও।
এ অবস্থায় ২৯ ডিসেম্বর ঢাকার পল্টনে গিয়ে সেখানে কি সমাবেশ হবে, হলে কবে কখন কোথায় ! নাকি তাহেরীর স্কয়ার এর মতো বিরোধী দলগুলোর লাখ লাখ কর্মী-সমর্থকের অব্যহত অবস্থান কর্মসূচী! নাকি ঢাকা অচল হবে! কি জাতীয় কর্মসূচী থাকবে সর্বাত্মক আন্দোলনের এই চুড়ান্ত মুহুর্তে!... কি কি হতে পারে!
এ অবস্থায় জনসমর্থন হারিয়ে ফেলা সরকারী দল আওয়ামীলীগ কে মানে অস্তমিত সূর্য কে কেহ যদি কূর্ণীশ না করে। আগের বারের ঢাকা চলো কর্মসূচী ঠেকাতে গিয়ে নদীতে নদীতে, ঘাটে-ঘাটে, রাস্তায়-রাস্তায়, টার্মিনালে-টার্মিনালে যানবাহন, লঞ্চ-স্টিমারের কৃত্তিম সংকট তৈরী করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল প্রশাসন কে, বিরোধী দল অভিযোগ করেছিল গন গ্রেফতার করা হয়েছিল সে ঢাকা চলো আন্দোলন থামাতে। বিরোধী দলগুলো সেসব চিন্তা নিশ্চয় মাথায় রেখে এবারে পা বাড়াচ্ছে।


সেনাবাহিনী যেন একতরফা এ নির্বাচনে না আসে বা জনগনের মুখোমুখি না দাড়ায় সে ব্যাপারেও সংবাদ সম্মেলনে আহব্বান জানালেন খালেদা জিয়া। ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে ঢাকা অভিমুখে যাত্রা'র যে কর্মসূচী তাতে বাধা না দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন।
প্রশ্ন হচ্ছে, সরকার কি করবে এই চুড়ান্ত মুহুর্তে? আইন শৃঙ্খলার অবনতি হতে পারে উল্লেখ করে পারবে কি থামিয়ে দিতে 'মার্চ ফর ডেমোক্রেসি'। এটাও তো সত্য সারাদেশে যে অবস্থা চলছে, যে নাশকতা চলছে তাতে অবশ্যই আইন-শৃঙ্খলা বাহিনী কে সর্বাত্মক সজাগ-সতর্ক থাকতে হবে। তবে সরকার যদি এখন থেকে দমনাভিযান শুরু করে বা কেউ কেউ বলা শুরু করেছে শুরু হলো সরকারী হরতাল!
যায় হোক সময়ই বলে দেবে কি পরিস্থিতি দাঁড়াতে যাচ্ছে।

তবে খালেদা জিয়ার 'মার্চ ফর ডেমোক্রেসি' নামের রাজনৈতিক বল এখন ঠেলে দেয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা সরকারের বা আওয়ামীলীগের সীমানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.