আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্স Weekly Outlook ১১ মার্চ থেকে ১৫ মার্চ ২০১৩

ফরেক্স সীমিত কোন বিষয় না। অনেক কিছু শেখার আছে এখানে। আমি শিখে যাচ্ছি আর যতটুকু জানি তা অন্যকে শেখাচ্ছি । প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি ১১ মার্চ এই পোস্টটি করতে না পারার কারনে। আসলে গতদিন কিছুতেই লগিন করতে পারছিলাম না তাই দেয়া হয় নাই।

যারা ফরেক্স কি জানেন না তারা বাংলায় পড়তে এখানে ক্লিক করুন। WikiPedia Link EUR/USD EUR/USD গত সপ্তাহে 1.3000/1.3100 এর মাঝে Up-Down করছে। আশা করা হয়েছিল এই পেয়ার 1.2966 এর ব্রেক করলে আরও নিচে যাবে। তবে 1.2966 এর নিচে কোন Clear Break আমরা পায় নাই প্লাস আরেকবার এই নিয়ে মোট তিন বার এই প্রাইস এর কাছে বোটম তৈরি করছে বলে মনে হচ্ছে,তবে খেয়াল রাখতে হবে 1.3134 Minor Resistance এর ব্রেক। এই ব্রেক কিন্তু মার্কেট যে 1.2966 এ বোটম তৈরি করেছে টা কনফার্ম করবে।

এবং আমরা হয়তো বুলিশ মুভমেন্ট দেখতে পারব। তাই Buyer দেরকে আমার পরামর্শ হল Minor Resistance Clear ব্রেক না পর্যন্ত Buy Order ওপেন না করায় ভালো। মার্কেট ক্লোজ প্রাইস হল 1.2997 যা এখনো খুব একটা বুল্লিশ মুভমেন্ট এর সিগন্যাল দেয় না। ধরে নেয়া যায় 1.3000 এর নিচে ট্রেড হওয়া মানে Bearish মুভমেন্ট আরও অনেক শক্তিশালী হয়ে যাওয়া। তবে মার্কেট এর বর্তমান পরিস্থিতি বলে পরবর্তী সাপোর্ট আছে 1.2661 এ যা কারেন্ট প্রাইস এর চাইতে ৩৩৬ পিপস নিচে।

তবে তার পূর্বে ৫০% retracement এ প্রাইস আছে 1.2873। এটা sell order ক্লোজ এর ভালো জায়গা হতে পারে। GBP/USD GBP/USD গত সপ্তাহে কিছুটা Consolidiation এর পর আবার তার পতন এর ধারা অব্যাহত রাখে এবং সর্বনিম্ন 1.4884 পর্যন্ত টেস্ট করে। 1.5000 এর Psychological Level পার করে এসেছে। এখন মার্কেট বেশির ভাগ সময় বেয়ারিশ মুড এ থাকবে বলে আশা করছি।

Key Support রয়েছে 1.4229 এ তাই প্রাইস এই লেভেল কে টেস্ট করার সম্ভাবনা রয়েছে। (Weekly chart দেখুন) । উল্টো দিকে বুলিশ মুভমেন্ট এর জন্য 1.5198 এর একটা স্ত্রং ব্রেকআউট দরকার। শেষ কথা হল 1.5198 এর ব্রেক না হলে, মার্কেট বেয়ারিশ মুডে থাকবে এবং আরও কিছু নতুন Lower Low তৈরি করতে পারে। USD/JPY USD/JPY পুনরায় Uptrend এর যাত্রা শুরু করেছে।

গত সপ্তাহে এই পেয়ার 95.00 এর Psychological Level খুব ভালো ভাবেই পার করে এখন 96.00 তে অবস্থান করছে। এই পেয়ার 96.54 পর্যন্ত হয়েছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই পেয়ার Uptrend এ থাকবে। Weekly Forecast এ বলা যায় এই পেয়ার 100.00 (Key Resistance) যেতে পারে। উল্টো দিকে Downside এ 94.77 Minor Support হিসেবে কাজ করছে তাই বেয়ারিশ মুভমেন্ট এর জন্য প্রথম দরকার এই সাপোর্ট এর ব্রেক, এই ব্রেক পেয়ার টি কে শুধু মাত্র Neutral অবস্থান এ নিয়ে আসবে।

দ্বিতীয় দরকার হল 90.85 এর ব্রেক। তাই Trader ভাইদের বলতে চাই সেল অর্ডার ওপেন এর জন্য 94.77 পর্যন্ত অপেক্ষা করা উচিত। EUR/JPY EUR/JPY এর গত সপ্তাহের মুভমেন্ট থেকে বলা যায় এই পেয়ার 94.11 থেকে শুরু হওয়া Uptrend শেষ পর্যন্ত 127.70 তে গিয়ে ঠেকেছে। ডেইলি চার্ট এ 55EMA অনুযায়ী এই পেয়ার 118.71 টেস্ট করে আবার উপরে উঠেছে। এখনো Uptrend এ থাকবে বলে আশা করছি তবে বুলিশ মুভমেন্ট এর জন্য প্রথমে 127.70 এর Minor Resistanc কে ক্রস করতে হবে।

127.70 এর ব্রেক EUR/JPY পেয়ার কে 130.00 তে নিয়ে যেতে পারে যা শুরু হয়েছিল 94.11 তে। গত সপ্তাহে আমরা আশা করে ছিলাম Fibo 38.2% retracement 117.24 (100.32 থেকে 127.70 ) থেকে মার্কেট উপরে উঠবে কিন্তু মার্কেট 118.71 এ নতুন বোটম তৈরি করেছে। Downside এ একটা minor resistance আছে 121.93 প্রাইসে তাই নতুন তাই সেল অর্ডার ওপেন এর জন্য আমাদের কে minor resistance ক্রস পর্যন্ত অপেক্ষা করা উচিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.