আমাদের কথা খুঁজে নিন

   

গাংনীতে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার রাত ১১টার দিকে নিজের বাড়ির পাশেই তাকে খুন করা হয়। বুধবার ভোরে পুলিশ ও স্বজনরা তার লাশ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই বনি আমিনের ধারণা, মঙ্গলবার রাতে বাশঁবাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন নুরুল আমিন। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুনিদের সনাক্ত করার চেষ্টা চলছে।

আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ মকবুল হোসেন বলেন, “নিহত নুরুল আমিন পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওযার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। ”
নুরুল আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
নিহত নুরুল আমিন বাশঁবাড়িয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.