আমাদের কথা খুঁজে নিন

   

গাংনীতে স্কুলকক্ষে বোমা!

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর কক্ষ থেকে শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাটি গাংনী থানায় নিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন জানান, আজ রবিবার সকাল ১০ টার দিকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বোমাটি দেখতে পেয়ে শিক্ষকদের জানায় । পরে গাংনী থানা পুলিশকে খবর দিলে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মজনুসহ ফোর্স নিয়ে এসে বোমাটি উদ্ধার করেন।

গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, লালটেপ মোড়ানো বোমাটি শক্তিশালী ও তাঁজা মনে হচ্ছে। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য  গাংনী থানা চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।     

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.