আমাদের কথা খুঁজে নিন

   

দফায় দফায় কমিটি পরিবর্তন নিয়ে বিব্রত রংপু

দফায় দফায় কমিটি গঠন এবং তা বাতিলের খেলার শিকার রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি। আর এ খেলা শুরু হয়েছে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচএ চিকিৎসাধীন থাকার পর থেকেই। মাত্র আট দিন আগে পুরাতন কমিটি বিলুপ্ত করে গঠন করা নতুন কমিটিও মঙ্গলবার বাতিল করা হয়। দায়িত্ব দেওয়া হয় পুরাতন কমিটিকেই। এ নিয়ে হতাশা এবং বিব্রতকর অবস্থায় পড়েছে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, আগের কমিটি বাতিল করে ১৫ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফাকে সদস্য সচিব করে জেলা এবং আবদুর রউফ মানিককে আহ্বায়ক ও এস এম ইয়াসিরকে সদস্য সচিব করে মহানগর জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়। দুটি কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ এমপিকে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই কমিটিতে স্বাক্ষর করেন। কিন্তু আট দিনের মাথায় মঙ্গলবার সে কমিটি বাতিল করে আগের কমিটিই বহাল রাখা হয়। দলের দফতর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আদেশে বর্তমান কমিটি বাতিল করে আগের কমিটিকে তিন মাসের জন্য দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি তিন মাস পর কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে।

চলতি বছরের ৪ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে দলের প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে জেলা ও মহানগরের সভাপতি, আবুল মাসুদ চৌধুরী নান্টুকে জেলা এবং সালাহ উদ্দীন কাদেরীকে মহানগরের সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করেছিলেন এরশাদ। ১৫ ডিসেম্বর এই কমিটি বিলুপ্ত করা হয়েছিল। জেলা ও মহানগর জাতীয় পার্টির সমন্বয়কারী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ এমপি বলেন, ১৫ ডিসেম্বর গঠন করা কমিটিতে দলীয় চেয়ারম্যানের স্বাক্ষর ছিল। হঠাৎ করে সেই কমিটি কারা বাতিল করল তা বুঝতে পারছি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.