আমাদের কথা খুঁজে নিন

   

নিজ দলীয় প্রার্থী ফেল করায় কার্যালয় ভাঙচু

ঝিনাইদহ জেলা প্রশাসকের অপসারণ ও সদর উপজেলায় পুনর্নির্বাচনের দাবিতে গতকাল সন্ধ্যায় তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতা-কর্মী ও কনক কান্তি সমর্থকরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাট নিক্ষেপ করে। একপর্যায়ে পুরাতন ডিসি কোট চত্বরের একুশের বইমেলার মঞ্চ, চেয়ার, টেবিল ও বইয়ের স্টল ভাঙচুর করে। পরে এইচএসএস সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম, ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম ও নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল আলীমের পক্ষে কাজ করেছেন। প্রশাসনের সহযোগিতায় বিএনপি-জামায়াত ক্যাডাররা সংখ্যালঘু ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিয়ে দেশ ত্যাগের হুমকি দিয়েছে। এ কারণে ভয়ে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেননি। দোগাছি ইউপি চেয়ারম্যান ফয়েজউল্লাহকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আটক করে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষর্ণ ও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। প্রশাসনের কর্মকর্তারা হ্যান্ডমাইকে বিএনপি-জামায়াতের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের নির্দেশ দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.