আমাদের কথা খুঁজে নিন

   

অপরের প্রতি সুধারণা একটি উত্তম ইবাদত

অন্য মানুষের প্রতি সুধারণা পোষণ করার নির্দেশ দেয় ইসলাম। সমাজের এক মানুষ অন্য মানুষের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করলে পারস্পরিক সুসম্পর্ক নিশ্চিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- সুধারণা উত্তম ইবাদতের মধ্যে একটি (আবু দাউদ)। উপরোক্ত হাদিসে এক মানুষের প্রতি অপর মানুষের সুধারণা পোষণের তাগিদ দেওয়া হয়েছে। একইভাবে কোনো মানুষ যাতে অপরের প্রতি মন্দ ধারণা পোষণ না করে সে ব্যাপারেও কার্যত নিরুৎসাহিত করা হয়েছে।

ইসলামের এ বিধান প্রতিটি মুমিনের জন্য গাইডলাইন হিসেবে বিবেচিত হওয়া উচিত। অপরের প্রতি সুধারণার অভাব সুসম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়। অকারণ সমস্যার সৃষ্টি করে। মানুষ মাত্রই ভুলত্রুটির ঊর্ধ্বে নয়; কিন্তু কারোর সম্পর্কে কুধারণা মনের মধ্যে জাগ্রত হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তার ভালো দিকগুলোকেও খারাপ মনে হয়।

যে কারণে ইসলামে অপরের প্রতি কুধারণা থেকে বিরত থাকতে উৎসাহিত করা হয়েছে। অপরকে ঘৃণা কিংবা তুচ্ছ-তাচ্ছিল্য করা থেকে দূরে থাকতে বলা হয়েছে। হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাক, কেননা খারাপ ধারণা সবচেয়ে বেশি মিথ্যা কথা (বুখারি শরিফ)।

একের প্রতি অপরের খারাপ ধারণা পারিবারিক জীবনকে যেমন কণ্টকিত করে তেমনি সামাজিক জীবনে অশান্তির জন্ম দেয়।

এমনকি রাষ্ট্রীয় জীবনও এর কুফল থেকে মুক্ত নয়। আমাদের জাতীয় জীবনের সমস্যাগুলোর দিকে তাকালে দেখা যাবে এর অনেকগুলোই একে অপরের প্রতি কুধারণা থেকে সৃষ্টি হয়েছে। কুধারণা সমাজবদ্ধ মানুষের ঐক্যকে যেমন নস্যাৎ করে তেমনি জাতীয় ঐক্যের জন্যও কুপ্রভাব সৃষ্টি করে। সমাজে শান্তিশৃঙ্খলা ও ভাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টিতে একের প্রতি অন্যের সুধারণা পোষণকে অভ্যাসে পরিণত করতে হবে। অপরের চরিত্র হনন থেকে বিরত থাকতে হবে।

ঘৃণার বদলে ভালোবাসার হাত বাড়াতে হবে। আল্লাহ আমাদের পরস্পরের প্রতি সুধারণা সৃষ্টির তৌফিক দিন। আমাদের সব ধরনের নীচুতা ও হীনম্মন্যতা থেকে রক্ষা করুন।

লেখক : ইসলামী গবেষক।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.