আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা মানে কি ?

The only person u should try to be better than, is the person u were yesterday.

ভালোবাসা মানে না বয়স, মানে না ধর্ম, মানে না সময়। কিন্তু কি এই ভালোবাসা, তা কি একবারও আপনার মাথায় প্রশ্ন জাগেনি ? কিসে এতো টান যার কারণে স্বামী সংসার ফেলে বিয়ে করে কুৎসিত চেহারার কোনো ব্যাক্তিকে? আজ শুনলাম শীলা আহমেদ নাকি আসিফ নজরুলকে বিয়ে করেছে। উভয়ের স্বামী স্ত্রী বাচ্চাদের পিছনে ফেলেছে। কি আছে এই ভালোবাসায় ? আমি নিজেও এখন ধরা খাওয়া অবস্থায় আছি। কিন্তু কেন ?


'ভালোবাসা কি?' এটা নিয়ে আমার খুব প্রিয় একজন বন্ধু মানুষ '____প্রধান'কে একবার এক ইন্টার্ভিউ এ ১০ টা প্রশ্ন করা হয়েছিল, সেই ইন্টারভিউ এর চুম্বক অংশ এখানে তুলে ধরা হলো,

- _____ প্রধানকে ধন্যবাদ আমাদের স্টুডিও তে আসার জন্য।

এখন ওনাকে 'ভালোবাসা' নিয়ে ১০ টি প্রশ্ন করা হবে...
- ভালোবাসা... অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী একটা চিন্তাভাবনা। এই ভালোবাসা নিয়ে বলতে গেলে যে কয়েকটি নাম না বললেই নয়, 'শাহজাহান-মমতাজ', 'রমিও-জুলিয়েট', 'লাইলি-মজনু'...(জনাব ____ সাহেব বিড়ি টানতেছিলেন, এই পর্যায়ে ইন্টার্ভিউয়ার নিলয় ____ সাহেবের থেকে বিড়ি নিতে হাত বাড়ালে...) জনাব নিলয় সাহেব আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি যখন বিড়ি ধরাই স্টুঠিওতে থাকাকালিন সময় সে বিড়ি কাওকে দেই না। কেউ যেন আমার থেকে বিড়ি না চায়।
- ঠিকাছে...ঠিকাছে... আচ্ছা আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন 'ভালোবাসাটা আসলে কি?'
-অত্যন্ত গুরত্বপূর্ণ এবং যুগোপযোগী একটা প্রশ্ন, 'ভালোবাসাটা আসলে কি?' ভালোবাসা হচ্ছে একপ্রকারের চুলকানি। যখন চুলকাবেন তখন খুবই মজা লাগবে, চুলকানি থেমে গেলে বুঝবে মামা জ্বলা কারে কয়!

- আমার ২য় কোয়েশ্চন, 'ভালোবাসায় ব্যার্থ হলে কি হয়?'
- অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এস এস সি ইন্টারের সময় যেই সাজেশন কিনছি না, হেডার পাঞ্জারী সাজেশনের ১ নাম্বার কোয়েশ্চন, ফাইভ স্টারের।

প্রশ্নটা যেন কি ?
- 'ভালোবাসায় ব্যার্থ হলে কি হয়?'
- এটা বলতে হলে একটু পিছনে যাইতে হবে, যখন একটা মানুষের গাজা খাওয়ার শখ জাগে তখন সে প্রেম করে, এবং সে নিশ্চিত একদিন না একদিন সে ছ্যাকা খাবেই এবং তখন সে গাজা খাবে দুঃখে। সুতরাং ভালোবাসায় ব্যার্থ হইলে একচুয়াল উদশ্য থাকে গাজা খাওয়া। মানুষ গাজা খেতে চায়।

- আমার ৩য় প্রশ্ন 'জীবণে ভালোবাসার কি প্রয়োজন?'
- অতন্ত্য গুরুত্বপূর্ণ এবং লেকচারের এক নাম্বার কোয়েশ্চন, ফাইভ স্টার। প্রশ্নটা যেনো কি?
- 'জীবণে ভালোবাসার কি প্রয়োজন?'
- জীবণে ভালোবাসার প্রয়োজনীয়তা এবং গাজা খাওয়ার হারের সমানুপাতিক।

কেননা, ভালোবাসা যদি বেশী হয়, ছ্যাকা বেশী হয়, গাজা খাওয়াও বেশী হয়। ভালোবাসা কম হইলে, ছ্যাকা খাওয়াও কম হয়, গাজা খাওয়াও কম হয়।
- তার মানে আপনি বলতে চাচ্ছেন গাজা খাওয়ার জন্যই ভালোবাসার প্রয়োজন ?
- হুম হুম হু

- আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমার ৪র্থ কোয়েশ্চন হচ্ছে, 'মানুষ কখন একজন আরেকজনকে ভালোবাসে?'
- একজন আরেকজন কে মানে কি, একটা ছেলে আরেকটা ছেলেকে না একটা ছেলে একটা মেয়েকে ?
- উভয়ের রিলেশনের জন্য।
- প্রশ্নটা আবার বলেন।
- 'মানুষ কখন একজন আরেকজনকে ভালোবাসে?'
- এটা তো পপির সাজেশনে আমি দেখেছিলাম, ১ নাম্বারে।

ঠিকাছে। যখন একটা মেয়ের 'বাবা' খাওয়ার আশা জাগার প্রবণতা এবং একটা ছেলের গাজা খাওয়ার আশা জাগার প্রবণতার সমানুপাতিক হয় তখন একজন আরেকজনকে ভালোবাসে। মানে জিনিসটা হচ্ছে, একটা মেয়ের যখন 'বাবা' খাওয়ার শখ জাগে, এবং একটা ছেলের যখন 'গাজা' খাওয়ার শখ জাগে তখন তারা পরস্পর পরষ্পরের সাথে মিলিত হয়, এবং তখনই তারা একজন আরেকজন কে ভালোবাসে।

- আমার ৫ম কোয়েশ্চন হচ্ছে, 'ভালোবাসায় কি থাকতে হয়?'
-ভালোবাসায় নেশা থাকতে হয়, নেশা না থাকলে ভালোবাসা হয় না। নেশা থাকতে হবে, গাজা খেতে হবে, Then ভালোবাসা।

গাজার আগেও কিন্তু নেশা আসে।

- আমার ছয় নাম্বার কোয়েশ্চন, 'ভালোবাসা কখন হারিয়ে যায়?'
- যখন আপনার ভিতর থেকে গাজা খাওয়ার প্রবণতা কমে যাবে, আর একটি মেয়ের ভিতর থেকে 'বাবা' খাওয়ার প্রবণতা কমে যাবে, তখন ভালোবাসাও হারিয়ে যাবে।

- ধন্যবাদ আপনাকে, আমার সাত নাম্বার কোয়েশ্চেন, 'ভালোবাসা কখন সার্থক হয়?'
- মারাত্মক কোয়েশ্চেন!! কিসের জইন্যে !! কিসের জইন্যে !! ভালোবাসা কখন...?
- সার্থক হয়?
- যখন আপনি গাজা খাবেন, আপনার প্রেমিকা এটা জানা স্বত্বেও আপনাকে কিছু বলবে না বরং এনকারেইজ করবে, 'খাও' 'খাও'... এবং আপনিও জানেন আপনার গার্লফ্রেন্ড 'বাবা' খায়, কিন্তু আপনি তাকে বাধা দেন না, বলেন 'খাও' 'খাও'... তখনই একটা ভালোবাসা সার্থক রূপ নেয়।

- আচ্ছা ধন্যবাদ। আমার আট নাম্বার কোয়েশ্চেন, 'ভালোবাসা কোন কারণে হারিয়ে যায় বা ভাঙ্গে যায়?'
- ভালোবাসা তো ভাঙ্গে একচুয়ালি দুইজন সমানে ভাঙ্গে না কিন্তু যেকোন একজন ভাইঙ্গা চইলা যায়।

দুইজনের মধ্যে থাইকা একজনের নেশাটা যখন হারিয়ে যাবে, তখন ভালোবাসা ভেঙ্গে যাবে।

- আমার নয় নাম্বার কোয়েশ্চেন, 'ভালোবাসায় কোন জিনিসটি না থাকলে ভালোবাসা টিকে না?'
- ভালোবাসার মধ্যে নেশা জিনিসটা না থাকলে... এরপরেরটা লাগায়া লন।

- আমার দশ নাম্বার কোয়েশ্চন হচ্ছে, 'ভালোবাসা মানুষকে কি শিক্ষা দেয়?'
- আপনি কি বেক্কল নাকি ! আপনাকে আমি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলতে বলতে আপনি বেকুবের মতো একটা কোয়েশ্চেন কইরা বসলেন ? এটাতো আমি কোনো সাজেশনেই টোকায়া পাইলাম না! বলেন তো দেখি কোয়েশ্চনটা কি ?
- 'ভালোবাসা মানুষকে কি শিক্ষা দেয়?'
- ভালোবা... আমি কি এতোক্ষণ পটর পটর করলাম, বাল ফালাইতে করলাম ? গাজা খাওয়ার শিক্ষা দেয়!



- ঠিকআছে _______ প্রধান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন আমাদের স্টুডিও...
- আমি আরো কিছু বলতে চাই।
- ঠিকাছে বলেন...
- আমি যেই প্রশ্নগুলোর আন্সার দিলাম, কোয়েশ্চেন গুলার আন্সার হচ্ছে সময়োপযোগী। সময়ের সাথে তাল মিলানোর ডিজিটাল আন্সার।

এগুলারো কিন্তু ভালো কিছু আন্সার আছে, সেগুলো আজ থেকে ২০-২৫ বছর আগে প্রচলিত ছিলো... আমি সেটাও জানি। সুতরাং দর্শকরা যদি কখনো প্রয়োজনবোধ করে, এর রিয়ালিটিতে তারা ঢুকবে, তখন আমি সঠিক আন্সারগুলো দিবো। আজকের যেই আন্সারগুলা দিলাম, এগুলা মিথ্যা না, এগু্লা যুগোপযোগী।
- ঠিকআছে আপনাকে ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য। ঠিক আছে ____ প্রধান ভালো থাকবেন, আপনার সাথে আবার দেখা হবে নেক্সট প্রোগ্রামে।


- আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.