আমাদের কথা খুঁজে নিন

   

বণিক বার্তাঃ ওয়েবসাইট তৈরিতে ডটসিলিকন


আমাদের জানামতে পছন্দমতো ওয়েবসাইট কোনো ওয়েব ডেভেলপার কোম্পানি কর্তৃক ডেভেলপ করিয়ে নেয়া যায়, এটা সত্য। ওয়েবসাইটের জন্য একবার নির্দিষ্ট পরিমাণ জায়গা এবং ডোমেইন নেম রেজিস্ট্রেশনের পর ডেভেলপার কোম্পানির ডিজাইনার কর্তৃক ডিজাইন হয়তো করাতে পারবেন। নির্দিষ্ট যেকোনো প্যাকেজে ওয়েবসাইট ডিজাইন করা হোক না কেন, সবক্ষেত্রেই ওয়েবপেজের সংখ্যা নির্দিষ্ট করা থাকবে অর্থাত্ ইচ্ছা করলেই তথ্য ধারণের জন্য নির্দিষ্ট সংখ্যার বেশি পেজ ব্যবহার করতে পারবেন না।
এছাড়া ওয়েবসাইটের থিম ডিজাইন থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন ডিজাইন নিজেই করবেন এমনটা ভাবলেই বিশেষ কোনো ওয়েব টুলসের ওপর দক্ষতা থাকার বিষয়টি চলে আসে। আর ওয়েবসাইট নির্মাণে ব্যবহূত ওয়েব টুলস কিংবা প্রোগ্রামের ওপর দক্ষতা অর্জনে অনেক সময় ও শ্রম দিতে হবে।

তাছাড়া এত কিছুর পরও এক্ষেত্রে লেগে থাকতে পারবেন অবশেষে, তারও কোনো নিশ্চয়তা নেই। শখের বশেই হোক আর প্রয়োজনেই হোক, একটি ওয়েবসাইট নিজের প্রয়োজনে তৈরি করে নিজেই কর্মস্থলে বা ঘরে বসে নিয়ন্ত্রণ করতে পারবেন— এটি গুরুত্ব দিয়েই সহজ ও সাবলীল ইন্টারফেস নিয়ে একটি প্রোগ্রাম তৈরি করেছে ডটসিলিকন। এ প্রোগ্রামের প্রতিটি অপশনের ব্যবহার সম্পর্কে অপশনের সঙ্গেই টিউটোরিয়াল রাখা আছে। সাধারণ যে কেউই কোডের ব্যবহার ছাড়া প্রোগ্রামটি ব্যবহার করতে পারবেন। ডটসিলিকনের এ প্রোগ্রাম ব্যবহার করে অসংখ্য ওয়েবপেজ তৈরির ক্ষেত্রেও আপনি স্বাধীনতা পাবেন।

প্রয়োজনে মেনু, লোগো, ফটোগ্যালারি, ভিডিও, অ্যাডসেন্স প্রভৃতি নিয়ে নিজেই কাজ করতে পারবেন।
সাইটের তথ্য দেয়ার জন্য একাধিক ইউজার নিশ্চিত করা যাবে। প্রত্যেক ইউজার যেকোনো জায়গায় থেকেই অনলাইনের মাধ্যমে লগইন করার পর তার কাজ করতে পারবেন। সবক্ষেত্রেই গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। যারা ওয়ার্ডপ্রেস এবং জুমলায় কাজ করেছেন, তাদের এ প্রোগ্রামে কাজ করা কোনো ব্যাপারই নয়, কারণ এটিতে কাজ করা আরো অনেক সহজ।

প্রোগ্রামটির বিভিন্ন ভার্সনের সঙ্গে ডোমেইন নেম রেজিস্ট্রেশন এবং হোস্টিং স্পেস বুঝে ডটসিলিকন কয়েকটি প্যাকেজ সাজিয়েছে। এ প্যাকেজগুলো এবং ডটসিলিকন সম্পর্কে আরো জানা যাবে http://www.dotsilicon.com থেকে। তাদের এখানে একটি প্যাকেজই আছে, যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
- আহমেদ শিবলু
বণিক বার্তা, তারিখ: ১৪ নভেম্বর ২০১৩
http://www.bonikbarta.com/rong-dong/2013/11/14/22279

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।