আমাদের কথা খুঁজে নিন

   

সক্রেটিসের সাথে দেখা হলে উনার একটি পুরানো আক্ষেপ দূর করে দিতাম

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। মুসাফিরের ধূলোমাখা ব্লগ

একদিন মধ্যহ্ন দুপুর। সূর্যের মাত্রাতিরিক্ত তেজ। প্রাচীন গ্রীসের পথে পথে ঘুরে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়াতলে বিশ্রাম নিচ্ছেন মহান সক্রেটিস। দিনটি আজ বড়ই খারাপ গেলো।

দশজন মানুষও উনার কথাগুলো মন দিয়ে শুনেনি। ক্লান্তির মাঝে একটু তন্দ্রার ভাব এসেছে। এমন সময় শুনেন হর্ষধ্বনি,আনন্দ, শোরগোল।

মহান সক্রেটিস বিশ্রাম বাদ দিয়ে শোরগোলের দিকে এগিয়ে যান। দেখেন শত শত লোক মহানন্দে ভীড় করে দাঁড়িয়ে আছে।

সবাই দারুন উৎফুল্ল। তিনি ভাবলেন-কী এমন কান্ড হচ্ছে একবার দেখে আসি। ভীড় ঠেলে সামনে এগুলেন।
উনার চোখ দিয়ে আনন্দের পরিবর্তে অশ্রু দেখা দিলো। শত শত লোক ভীড় করে এক বানরের খেলা দেখছে।



মহান সক্রেটিস বুঝলেন, পৃথিবীতে চিন্তাশীল মানুষের কথা শুনার সংখ্যা খুবই কম। বানরের খেলার প্রতিই বরং মানুষের আগ্রহ বেশী।

হে মহান সক্রেটিস-কী শক্তিময় আপনার পর্যবেক্ষণ। ৩৯৯বিসি পার হয়ে আজ একবিংশ শতাব্দীতেও বানরের খেলার প্রতিই মানুষের আকর্ষণ বেশী। দলে দলে মানুষ সেখানেই ভীড় করে।



তবে, আপনার সাথে দেখা হলে বলতাম, হে সক্রেটিস আপনার দুঃখ করার কিছুই নাই। আপনি কালজয়ী হয়ে গেছেন, আর বানরের খেলোয়াড়ের দল সেই খেলা পর্যন্তই রয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.