আমাদের কথা খুঁজে নিন

   

সক্রেটিসের এ্যাপোলজি - পর্ব ৫

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

সক্রেটিসের এ্যাপোলজি - পর্ব ৫

মূল বক্তৃতাঃ মহাজ্ঞানী সক্রেটিস
লিখেছেনঃ প্লেটো

অনুবাদঃ ডঃ রমিত আজাদ


(পূর্ব প্রকাশিতের পর থেকে)
এথেন্সবাসীগণ (বিচারকগণ)! আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই যে, এই বিষয়ের ক্ষুদ্রতা অথবা বিশালত্ব নিয়ে মিলেটাসের আদৌ কোন মাথা ব্যাথা নেই। তারপরেও আমি জানতে চাই যে, মিলেটাস একটু বলুন তো, আমি কিভাবে তরুণদের বিপথে নিলাম? আমার মনে হয়, আপনার অভিযোগ থেকে আমি এই আবিষ্কার করতে পারি যে, রাষ্ট্র যেই সব দেবতাদের স্বীকৃতি দেয় আমি তরুণদের সেই সব দেবতাদেরকে স্বীকৃতি না দিতে শিখাই, বরং তাদের বলি অন্য কোন ইশ্বর অথবা আধ্যাত্মিক প্রতিনিধিত্বের কথা। আপনার মতে, এইতো সেই শিক্ষা যার দ্বারা আমি তরুণদের বিপথগামী করছি।

হ্যাঁ, এটাই আমি উচ্চকন্ঠে বলছি।

তাহলে যাদের সম্পর্কে আমরা বলছি, সেই সব দেবতাদের নামে, মিলেটাস, আপনি আমাকে ও আদালতকে খুব সহজ ভাষায় বলুন, আপনি কি বোঝাতে চাচ্ছেন! যেহেতু এখনও আমি পরিষ্কার বুঝতে পারছি না, আপনি নিশ্চিত করে বলছেন যে আমি মানুষকে ইশ্বরকে স্বীকৃতি দেয়া শিক্ষা দেই, তাহলে তো আমি ইশ্বরে বিশ্বাস করি, এবং এই হিসাবে আমি তো নাস্তিক নই -- অথচ আমাকে নাস্তিকতার অভিযোগে আপনারা অভিযুক্ত করেছেন, -- শুধু আপনি যা বলতে চাইছেন তা হলো আমি যে ইশ্বরের কথা বলি আর নগরী (রাষ্ট্র) যে দেবতাদের কথা বলে তারা এক নয় - অভিযোগ হলো যে, তারা ভিন্ন ভিন্ন দেবতা।

নাকি আপনি এই বলতে চান যে, আমি কেবলই একজন নাস্তিক ও নাস্তিকতার একজন শিক্ষক।

আর আমি বলবো – মিলেটাস, আপনি একজন নাস্তিক।
আশ্চর্য্য এক মানুষ আপনি মিলেটাস! আপনি এমন মনে করেন কেন মিলেটাস? আপনি কি এই বলতে চান যে অনেকের মতন আমি সূর্য ও চন্দ্রের বৈভবে বিশ্বাস করিনা?

হে বিচারকগণ, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই যে, মিলেটাস বলেন, ‘সূর্য একটি পাথর আর চাঁদ হলো মাটি। ‘

বন্ধু মিলেটাস, আপনি মনে করেন যে আপনি আনাক্সিগোরাসকে অভিযুক্ত করছেন: এবং আপনি যদি এই কল্পনা করেন যে বিচারকরা এতোটাই মূর্খ যে তারা ক্লাজোমেনিয়ার আনাক্সিগোরাস-এর কিতাব সমূহের ডকট্রাইন সম্পর্কে ধারণা রাখেন না, তাহলে বিচারকদের সম্পর্কে আপনার খারাপ ধারনা রয়েছে। তরুণরা আমার কাছ থেকেই এগুলো শেখে বৈকি! যেখানে কিনা তারা এটা মাত্র এক দ্রাহ্মা-র বেশি খরচ না করেই অর্থের বিনিময়ে থিয়েটার থেকেই শিখতে পারতো।

(হয়তো এরিস্টোফেনাসের ব্যঙ্গচিত্রে, এবং ইউরিপিডিসের কাজে যিনি আনাক্সিগোরাসের ধারণা ধার করেছেন, তাছাড়া অন্যান্য কবিদের কাছ থেকেও হতে পারে); এবং তারপর তারা সক্রেটিসকে উপহাস করতে পারতো, যে কিনা এইসব অসাধারণ দৃষ্টিভঙ্গিগুলোর প্রবর্তক হওয়ার ভান করে। এইভাবে মিলেটাস, আপনি কি সত্যিই মনে করেন যে, আমি ইশ্বরে বিশ্বাস করিনা?

জিউসের নামে শপথ করে বলছি, আপনি কোন কিছুতেই বিশ্বাস করেন না।

কেউ আপনাকে বিশ্বাস করবে না মিলেটাস, এবং আমি নিশ্চিত যে, আপনি নিজেও তা বিশ্বাস করেন না। হে এথেন্সবাসীগণ, যদি আমার মত জানতে চান, তো আমি বলবো যে, মিলেটাস বেপরোয়া ও বেহায়া, এবং তিনি যে অভিযোগপত্রটি আমার বিরুদ্ধে লিখেছেন তা নিতান্তই বেহায়াপনা ও তারূণ্যের বাহাদুরি থেকে লেখা। খুব সম্ভবতঃ মিলেটাস একটি ধাঁধাঁ তৈরী করেছেন এবং পরীক্ষা করে দেখতে চান যেঃ ' দেখিতো জ্ঞানী সক্রেটিস আমার স্ববিরোধিতা ধরতে পারে কিনা, অথবা আমি সক্রেটিসকে ও অন্যান্যদেরকে ধোঁকা দিতে সফল হবো।

' আমার মনে হয়, নিজের লিখিত অভিযোগপত্রে তিনি স্ববিরোধিতা করছেন, যেহেতু তিনি বলেছেন যে, সক্রেটিস দেবতাদের বিশ্বাস না করার অপরাধে অপরাধী, আবার বলেছেন, সক্রেটিস ইশ্বরে বিশ্বাস করেন। এটা যে একেবারেই তামাশা!

(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.