আমাদের কথা খুঁজে নিন

   

সিইসির গ্রামের বাড়ির সামনে নাশকতা

জীবননগর থানার ওসি মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ওই ঘটনার পর বাড়ির সামনের কলাবাগান থেকে একটি পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করেছে পুলিশ।
তিনি জানান, দাহ্য তরলভর্তি বোতলের মুখে আগুন দিয়ে
বাড়ির ২০ গজ সামনে কলাবাগানের ভেতরে ছুড়ে দেয়া হয়। এতে কলাবাগানের শুকনো কিছু পাতা পুড়ে যায়।

এক সময় ওই বাড়িতে কাজী রকিবের স্বজনরা থাকলেও এখন সেটি তালাবন্ধই থাকে বলে জানান ওসি।

পাশের বাড়ির বাসিন্দা রুহুল আমিন সন্টু জানান, রাতে তারা কোনো শব্দ পাননি।

সকালে কলা বাগানের পাতা পোড়া দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ওসি মশিউর জানান, বৃহস্পতিবার রাতেও পুলিশ সিইসির বাড়ি এলাকায় টহল দিয়েছে। তবে তখন তারা সন্দেহজনক কিছু দেখেননি।
৫ জানুয়ারির নির্বাচন স্থগিতের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের মধ্যে গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে ইসি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাজধানীতে একাধিক নির্বাচন কমিশনারের বাসার সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.