আমাদের কথা খুঁজে নিন

   

মৌলভীবাজার মার্চ ফর ডেমোক্রেসিতে পুলিশি বাধা

২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে ৩ হাজার লোক যোগদানে মৌলভীবাজার বিএনপিকে পুলিশ বাধা দেয়ার অভিযোগ করছেন দলীয় নেতাকর্মিরা।

জেলা বি এনপির সভাপতি ও ১৮ দলের আহবায়ক এম নাসের রহমান জানান, ১৮ দলের পক্ষ থেকে সমাবেশে যোগদান উপলক্ষে ৭ উপজেলা কমিটির সাথে আলোচনা শেষে মার্চ ফর ডেমোক্রেসিতে যোগদানের জন্য ১০টি শ্যামলী ও ১৫টি হানিফ বাস ভাড়া করে রাখা হয়। কিন্তু পুলিশ বাস কাউন্টারে গিয়ে আপত্তি জানালে আজ সকাল ১০ টায় বাস কাউন্টার থেকে দলীয় নেতাকর্মিদের ফোন করে বুকিং বাতিল করা হয়। এমনকি পতাকা তৈরীর জন্য বিভিন্ন টেইলারিং দোকানে অর্ডার দেয়া হলেও পুলিশ তা বাধা দিয়ে আটকে দিয়েছে। এ অবস্থায় পিক আপ ভ্যান, ভটভটি ভাড়া করে এবং যাত্রীবেশে বাস ও ট্রেনে যে যেভাবে পারে সেভাবেই ৩ হাজারের মত লোক সমাবেশে উপস্থিত হবেন।

এ ছাড়া জেলা বি এনপির সাধারন সম্পাদক খালেদা রব্বানি গ্রুপ আগামীকাল দুপুর ১২ টায় মার্চ ফর ডেমোক্রেসি সফলে জেলা শহরে মিছিল শেষে যাত্রীবেশে ৫ শতাধিক লোক সমাবেশে যোগদানে রওয়ানা দেবেন।

এ ব্যাপারে মৌলভীবাজারস্থ হানিফ বাস বুকিং কাউন্টারের মোবাইল ফোনে বারবার ফোন দেয়ার পরও ফোন রিসিভ করেননি। তবে মেৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান আজ বিকাল ৩ টায় এ অভিযোগ অস্বীকার করে বলেন, যে যার মত ওরা তো যাচ্ছেন, পুলিশের আপত্তির ব্যাপারে আমার কিছু জানা নেই। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.