আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা গলফের উদ্বোধন

পর্দা উঠল বসুন্ধরা নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০১৪ এর। বেলুন উড়িয়ে কাল আর্মি গলফ ক্লাব মাঠে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক, এনডিসি, এএফডবি্লউ, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মির্জা মঞ্জুর কাদির, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব ও হেড অব এইচ আর লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের সিএমপিও সাইফুল ইসলাম হেলালী ও হেড অব মার্কেটিং এম এম জসিম উদ্দীন এবং আর্মি গলফ ক্লাবের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঁচ ক্যাটাগরিতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন অ্যামেচার গলফাররা।

বিভাগগুলো হচ্ছে সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে মোট ৬০০ জন গলফার অংশ নিচ্ছেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ও রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদ রাজ্জাক টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'বসুন্ধরা গ্রুপের মতো বড় প্রতিষ্ঠান সহযোগিতা করেছে বলেই টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়েছে। এই টুর্নামেন্টকে ঘিরে পেশাদার ও অপেশাদার উভয় শ্রেণীর গলফারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

' তিনি বলেন, 'একসময় গলফকে ভাবা হতো উচ্চবিত্তের খেলা। কিন্তু সবাই অংশ নিচ্ছেন। মধ্যবিত্ত শ্রেণীরও অনেক গলফার এ টুর্নামেন্টে প্রতিযোগিতা করবেন। এ ধরনের প্রতিযোগিতা বেশি বেশি হলে দেশের গলফ অনেক এগিয়ে যাবে। এ জন্য দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কোম্পানিকে এগিয়ে আসতে হবে।

' প্রতিযোগিতায় এক শটে হোল করতে পারলে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেওয়া হবে ১০ লাখ টাকা। এ ছাড়া গলফারদের জন্য পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেওয়া হবে গিফট হ্যাম্পার ও ক্রেস্ট। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হবে ৩১ ডিসেম্বর।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।