আমাদের কথা খুঁজে নিন

   

মাগুরার নেতাকর্মীরা ঢাকায়

শুক্রবার রাত থেকে ঢাকাসহ দূরপাল্লার যানবাহন বন্ধ হয়ে গেলেও খালেদা জিয়ার ডাকা ‌'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচিতে যোগ দিতে মাগুরার অধিকাংশ নেতাকর্মী আগেই ঢাকা পৌঁছে গেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শেলী। তিনি বলেন, কিছু নেতাকর্মী রাজনৈতিক মামলার কারনে যেতে পারেনি। তবে অধিকাংশরাই এখন ঢাকায়।

দলীয় সরকারের অধীনে আগামী ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে আগামীকাল রবিবার সারাদেশ থেকে রাজধানীতে লোকসমাগম ঘটাতে 'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। এ ঘোষণার পর হঠাৎ করে শুক্রবার রাত থেকে ঢাকাসহ দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মাগুরা থেকেও ছাড়ছে না কোন যাত্রীবাহি বাস।

এতে অনেকেই জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার উদ্দেশে সকালে  টার্মিনালে গিয়ে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন।

এ ব্যাপারে মাগুরা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, কি কারনে পরিবহন চলছেনা এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কিছু জানা নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।