আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

গোল্লায় যাওয়া (নষ্ট হওয়া)- ক্যাপ্টেন সাহেবের অমন তুখোড় ছেলে গোল্লায় গিয়েছে, সে চুপে চুপে মদ খায়।

গভীর পানির মাছ (ধূর্ত)- রহমত আলী তো গভীর পানির মাছ, তার মর্ম বোঝা মুশকিল।

গো-বৈদ্য (হাতুড়ে)- ইসলাম সাহেবের মেয়ে এবার এক গো-বৈদ্যের হাতে পড়ে মরতে বসেছিল।

গৌরচন্দ্রিকা (ভূমিকা) -গৌরচন্দ্রিকা না করে আসল কথা বল।

গাছে কাঁঠাল গোঁফে তেল (প্রাপ্তির আগেই ভোগের আয়োজন)- তোমার চাকরি হলে তবে তুমি খাওয়াবে, আমাদের সেই আশায় বসে থাকতে হবে, এ যে গাছে কাঁঠাল গোঁফে তেলের ব্যাপার।

গণেশ উল্টানো (তুলে নেওয়া)- কয়েক বছর যেতেই দোকানটি গণেশ উল্টিয়েছে।

গা তোলা (উঠা)- এখন গা তুলুন, ট্রেনের সময় হয়েছে।

গা মাখা (আমল দেওয়া)- বড় ভাই গুরুজন, তার বকুনি গা মাখতে নেই।

গা করা (মনোযোগ দেওয়া) - পরের কাজ হলেও গা-করা দরকার, নচেৎ সব পণ্ডশ্রম হবে।

গলগ্রহ (পরের বোঝা হয়ে থাকা)- অনেক দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি পুত্র ও পুত্রবধূর গলগ্রহ হয়ে থাকে।

গড়িমসি (ঢিলেমি/আলসেমি/দীর্ঘসূত্রতা)- সব কাজেই তার গড়িমসি কারও ভালো লাগে না।

গণ্ডগ্রাম (অজপাড়া গাঁ)- সেই কোন গণ্ডগ্রামে তার বাড়ি।

গেঁড়াকল (লোককে ঠকাবার কৌশল)- আচ্ছা গেঁড়াকল বার করছ তো?

গ্যাঁট হয়ে বসো (অনড় অটল হয়ে বসা/বসার পর আর নড়াচড়া না করা)- ওখানে চুপ করে গ্যাঁট হয়ে বসো।

গাছে না উঠতেই এক কাঁদি (কাজ না করে ফল চাওয়া)- কাজ না করেই টাকা চাও, এ যে দেখছি গাছে না উঠতেই এক কাঁদি।

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (চিন্তাহীন লোক) পরীক্ষায় ফেল করেও গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছ, তোমার কি ভাবনা-চিন্তা নেই?

গর্দভ-রাগিণী (নিরেট মূর্খ ব্যক্তির বেসুরো গান)- আরে কামাল, তুমি নাকি গান গাইবে আসরে? তোমার গর্দভ-রাগিণী শুনবে কে?

গায়ের ঝাল ঝাড়া (শোধ লওয়া)- আর কিছু পারি বা না পারি, কুকথায় পঞ্চমুখ হয়ে গায়ের ঝাল ঝাড়তে পারব।

গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ)- গড্ডলিকা প্রবাহে ভেসে চললে জীবনে উন্নতির কোনো আশা নেই।

গায়ে পড়া (অযাচিত)- তোমার গায়ে পড়া কথায় কি আসে-যায়, আমরা মোটেই তাতে কোনো গুরুত্ব দেই না।

গাছে তুলে মই সরানো (কাজে নেমে সরে পড়া)- বন্ধুরা আমাকে স্কুল করার কাজে নামিয়ে পালিয়েছে, এ যে দেখছি গাছে তুলে মই সরানো।

গা ঢাকা দেওয়া (আত্দগোপন করা)- খুনি ঘটনার পর গা ঢাকা দিয়েছে, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না।

গো-মূর্খ (নিরেট মূর্খ বা বর্ণজ্ঞানহীন)- হাফিজ সাহেবের গো-মূর্খ ছেলেটার এমন রূপসী, গুণবতী বউ জুটল, একেই বলে ভাগ্য।

গোঁয়ার গোবিন্দ (কাণ্ডজ্ঞানহীন মানুষ)- গোঁয়ার গোবিন্দের মতো কাজ করলে ঠকতে হয়।

গন্ধমাদন বহিয়া আনা (অবাস্তব বিষয়ের অবতারণা)- প্রশ্নে চেয়েছে কি, আর তুমি গল্পটা আগাগোড়া লিখেছ, যেন একেবারে গন্ধমাদন বয়ে এনেছে।

গোবরে পদ্মফুল (নীচকুলে মহৎ ব্যক্তি)- কৃষকের ঘরে এমন দয়ালু ও শিক্ষিত ছেলে, এ যে দেখছি গোবরে পদ্মফুল।

গাঁয়ে মানে না আপনি মোড়ল (গ্রামবাসী না মানলেও নিজেই নিজেকে কর্তা বলে জাহির করা)- তুমি বাপু ফপর দালালি করছ কেন, গাঁয়ে মানে না আপনি মোড়ল হয়ে বসেছ দেখছি।

গোড়া কেটে আগায় পানি ঢালা (জ্ঞাতসারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস)-ছাত্র হয়ে পরীক্ষার হলে শিক্ষকের গায়ে হাত দিয়ে পরে ক্ষমা প্রার্থনা কর, এ যে দেখছি গোড়া কেটে আগায় পানি ঢালা।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.