আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে অনাগ্রহী হয়ে উঠছে তরুণরা

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বেশ জনপ্রিয়। কিন্তু সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ধীরে ধীরে ফেসবুকের উপর থেকে আকর্ষণ হারিয়ে ফেলছে তরুণরা।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রফেসর ড্যানিয়েল মিলার বর্তমানে পৃথিবীর আটটি দেশের তরুণরা কিভাবে ফেসবুক ব্যবহার করে তা নিয়ে পরীক্ষা করছে। তার মতে, তরুণদের কারণেই ফেসবুক ব্যাপক সম্প্রসারিত হয়েছে, এখন সে তরুণরা ফেসবুক থেকে আগ্রহ হারিয়ে ফেলছে। মিলারের এই পরীক্ষার নাম 'গ্লোবাল সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট স্টাডি'।

আর এই পরীক্ষা থেকে যা পাওয়া গেল তা হল-

যুক্তরাজ্যের ১৬-১৮ বছর বয়সীদের বিশ্লেষণ করে জানা গেছে, ফেসবুক যে শুধু তরুণদের আকর্ষণ হারাচ্ছে তা নয় বরং ফেসবুক ইতোমধ্যে তাদের কাছে মৃতপ্রায়। তারা এমনকি নিজেদের ফেসবুকের সাথে জড়াতে লজ্জিত বোধ করে। যেখানে একসময় অভিভাবকরা অভিযোগ করত শিশুদের ফেসবুকে যোগ দেবার বিষয়ে এখন উল্টো তরুণরা দাবি করে যে তাদের পরিবার অনুরোধ করে যেন তারা ফেসবুকে তাদের নিত্যদিনের ঘটনা শেয়ার করে।

তরুণরা মূলত এখন স্ন্যাপচ্যাট এবং টুইটারের মত সোশ্যাল মিডিয়ার দিকে বেশি আকৃষ্ট হচ্ছে। প্রথমটির কারণ এক্ষেত্রে তাদের যোগাযোগের কোন স্থায়ী রেকর্ড থাকছে না এবং টুইটার ব্যবহার করা বেশি সহজ।

এছাড়া ওয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তো আছেই।

 

সূত্র: ফোর্বস 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.