আমাদের কথা খুঁজে নিন

   

গনতন্ত্রের মানসকন্যা আমাদের গনতন্ত্রের শিক্ষা দিচ্ছেন।

I never knew how to worship until I knew how to love.

পুলিশ আমার রিক্সা থামাইয়া কইলঃ ওই থামেন, কই যান?
আমিঃ অফিস যাই (মিথ্যা বললাম, কারন রবি ও সোম আমার অফিস ছুটি)
আমার আইডি কার্ড দেখল (কাছে সবসময় ন্যাশনাল ও অফিস আইডি রাখি)
ব্যাগ চেক করার সময় ব্যাগে জাতিয় পতাকা দেখে পুলিশ কইল, এইটা ক্যান? আপনি কই যাইতে চান সত্যি করে বলেন।
আমি কইলাম পতাকাটা ১৬ ডিসেম্বর এ কিনছিলাম... তারপর ব্যাগেই ছিল... স্যরি আর কোনদিন পতাকা নিয়া বের হব না। আমার কথা শুনে আর একজন কইল...এ মনে হয় সমাবেশ এর দিকে যাইতাছে। (তার পরের ঘটনাটা আর বলতে চাচ্ছিনা)
এরপর, পুলিশ আমার রিক্সা সহ আমাকে আমার বাসা মোহাম্মাদপুর এঁর দিকে ফেরত পাঠালো।

বাসায় আসার সময় টাউনহলের দিকে দেখলাম পুলিশ এর সামনে আওয়ামীলীগের পোলাপান লাঠি ও অস্ত্র নিয়ে মহড়া দিছছে।


তখন মনে হইল 'মার্চ ফর ডেমক্রেসি' তে অংশ নিতে হাতে করে পতাকা নিয়ে আসতে বলাটা দেশনেত্রীর উচিত হয় নাই। বলা উচিত ছিলঃ 'মার্চ ফর ডেমক্রেসি' তে তোমরা একে-৪৭ নিয়া আসবা।
তাইলেই ভালো ছিল। যেমন কুকুর তেমন মুগুর।

এত কিছুর পর বাসায় এসে টিভি তে বেগম জিয়ার বক্তব্য শুনে সাহস পেলাম।

আজ ফার্মগেট পর্যন্ত গেছি, কাল লক্ষ্যে পৌঁছব। বিজয় সুনিশ্চিত।
বলতে পারব, ঘরে বসে থাকিনি...গনতন্ত্রিক অধিকার রক্ষায় আমিও মাঠে নেমেছিলাম।
আজ আওয়ামি পুলিশ বাহিনি মানুশের বাসায় তল্লাশির নামে লুটপাট-ভাংচুর করছে, মহিলা ও বাচ্চাদের কে আটক ও নির্যাতন করছে, আওয়ামি সন্ত্রাসী রা 'হাই কোর্টের' মত যায়গায় আইনজীবীদের উপর হামলা করছে, কোর্টের ভিতরে আগুন দিচ্ছে...সে দিন আর বেশি দূরে নয় এরা আপনার আমার বাড়িতে লুটপাট করবে, হামলা করবে।

সে দিন আর কিছুই করার থাকবে না...যা করার এখনই করতে হবে।


FB

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.