আমাদের কথা খুঁজে নিন

   

আটপৌরে বোধের সাতকাহন ....



দেশপ্রেমিক রাজনীতিবিদ আর মানবতাবাদী গার্মেন্টস মালিক ( !!! ) , " ধন্য আশা , কুহকিনী " !
-------------------------------------------------------------------
অনেকদিন পর আবার রাত জেগে বই পড়া , সাথে তেঁতুলের আচার আর প্রিয় গান শোনা জীবনটাকে মধুময় করবার পক্ষে যথেষ্টই ...

--প্রাঞ্জল বর্ণনায় "ভ্রমন কাহিনী" পড়তে বেশি ভালো লাগে...এ যেন অনেকটা দুধের সাধ ঘোলে মেটানো ...
-------------------------------------------------------------------
দুজন মানব-মানবীর মাঝে যদি সত্যিকার ভালোবাসা হয়ে যায় , তখন আর তাঁদের মাঝে ইগো কাজ করেনা , করতে পারেনা...দুজনের মাঝে রাগ, ক্ষোভ , ঘেন্না , আবেগ , অভিমান যাই প্রতিবন্ধকতা হিসেবে আসুক না কেনো কেউ কখনো তার সত্যিকার ভালোবাসা কে হারিয়ে যেতে দিতে পারে না...এটাই ভালোবাসার স্বর্গীয় বৈশিষ্ট্য ...সম্পর্ক ভেঙে ফেলবার মাঝে কোনো গৌরব নেই ...সকল ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েও তা লালন করাই গুরুত্বপূর্ণ ...
--------------------------------------------------------------------

-মাঝে মাঝে আমি সুতীব্র বিষন্নতায় ভুগি , আমার জুতো নেই দেখে !!! আহা !! সুদৃশ্য জুতোর সাধ কার না হয় ? এরপর আমি নিজের গণ্ডী ভেদ করে বহির্লোকে দৃষ্টিপাত করি । দেখতে পাই পদবিহীন
বহু মানুষ দিব্যি তাঁদের জীবন অতিবাহিত করছে !!! আমার মোহমুক্তি ঘটে । হয়তোবা নেহায়েতই অপ্রতুল ও সাময়িক সময়ের জন্যই,ক্ষতি কি ?

--------------------------------------------------------------------
শরদিন্দু বন্দোপাধ্যায়ের মতন এমন চমৎকার গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন , সরস ও অসামান্য লেখকের বই কেন আমি মিস করলাম এতোদিন , তাই ভাবছি !!... ... ' ব্যোমকেশ ' এতো শুধু গোয়েন্দা গল্পই নয় , যেন মায়ার জাদু ... ...উপযুক্ত প্রচারের অভাবে অনেক ভালো জিনিসের কথাই আমরা জানতে পারিনা ...
--------------------------------------------------------------------

সকল টানাপড়েন আর ঘাত -প্রতিঘাতের মধ্য দিয়েও নিজের সৎ মূল্যবোধগুলো টিকিয়ে পথচলার একমাত্র স্বর্গীয় পুরস্কার হোল আত্মতৃপ্তি ও মানসিক প্রশান্তি ...যে এর মূল্য বুঝতে পারে , সে এর জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে পারে.. ।
--------------------------------------------------------------------
সরু বাসমতী চালের রোঁয়া ওঠা গরম ভাত ,সাথে একটা মায়াময় গরুর সুস্বাদু , তৃপ্তিকর ভুনা মাংস সহযোগে আহারের পর মনে উদিত হইলো ... " খাইলাম , আমি ইহাকে খাইলাম "...

--পাদটীকা : এইভাবে চলিতে থাকিলে সুমো কুস্তীগির হইতে আর বিলম্ব হইবেক না ...
--------------------------------------------------------------------
রোগ--শোক , ক্ষুধা , দারিদ্র্য , হতাশা , জরা , ক্লান্তি , ব্যরথতা এসব দিয়ে সব মানুষ কেই আল্লাহ পাক পরীক্ষা করেন...চোর তার চৌর্যবৃত্তির মাধ্যমে সমস্যার সমাধান করে আর মুমিন মুসলমান নামাজ , রোজা ও সবরের মাধ্যমে এসব পরীক্ষায় উত্তরনের চেষ্টা করে ।।

---কিন্তু , সমস্যা হোল , চোর মাত্রেই তার চারপাশের সব মানুষ কে তার সমগোত্রীয় ভাবে ... কিন্তু , সবাই যে তার অলংকৃত পথেই হাঁটবে এমনটা ভাবা নেহায়েত ই অমূলক !!

--- কারো জন্য গর্ত খুঁড়লে , সেই গর্তে নিজেকেই পরতে হয় !
এজন্য নয় যে , আপনি যার জন্য গর্ত খুঁড়লেন , সেই আপনাকে ঘায়েল করার জন্য আপনার জন্য পাল্টা আরেকটা গর্ত খুঁড়েছে !!!...

---এজন্যই যে , মানুষের অসৎ কৃতকর্ম তার গলার ফাঁস স্বরূপ , Every person is must be responsible for his own acts to the Almighty ...ভালো করলে আপনি আল্লাহ্‌ পাকের থেকেই পুরস্কৃত হবেন ...আর আপনার নিন্দনীয় কাজের জন্য, কালের অমোঘ নিয়মেই আপনি ভূতল শায়িত হবেন !!... এতে কোন artificial provocations লাগবেনা !!...
--------------------------------------------------------------------




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।