আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃত্বের স্বাদ পেলেন শাবনূর

অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন চিত্রনায়িকা শাবনূর। গতকাল স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) পুত্রসন্তানের জন্ম দেন তিনি। প্রথমিকভাবে সন্তানের নাম রাখা হয়েছে আইজেন নেহান। তার ওজন সাড়ে ৬ পাউন্ড।

শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়।

মা ও সন্তান উভয়ে সুস্থ আছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে ওব্যান হাসপাতালে সন্তানের জন্ম হয়।

গতকাল সকাল ১০ টার দিকে তাকে হাসপাতালের লেবার রুমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা স্বাভাবিকভাবে সন্তান প্রসবের চেষ্টা করলেও অবস্থা কিছুটা জটিল হওয়ায় সিজারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বোর্ড মিটিংয়ে বসেন তারা। শেষ পর্যন্ত নিরাপদে সন্তান ভূমিষ্ঠের স্বার্থে সিজারেরই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে ডেলিভারী পেইন উঠলে গত শুক্রবার সকাল ৭টায় শাবনূরকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। তখন থেকেই চিকিৎসকের তত্ত্ব্বাবধানে ছিলেন তিনি। ২০১২ সালের ৬ ডিসেম্বর চিত্রনায়ক অনিককে বিয়ে করেন এই অভিনেত্রী। এই নায়ক একটি মাত্র চলচ্চিত্রে অভিনয় করেন। তাও শাবনূরের বিপরীতে।

২০০৮ সালে 'বধূ তুমি কার' চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই প্রেম শেষ পর্যন্ত উভয়ের পরিবারের সম্মতিতে বিয়েতে গড়ায়। ফিল্ম ক্যারিয়ারের স্বার্থে তখন থেকেই বিয়ের খবর গোপন রেখেছেন তারা।

চলতি মাসের প্রথম দিকে অস্ট্রেলিয়ায় বসেই বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বিয়ে ও অনাগত সন্তানের খবর জানান শাবনূর। সন্তানের জন্মের সময় বাবা অনিক ঢাকাতেই ছিলেন।

ব্যবসার কাজে ব্যস্ত থাকায় এই মাহেন্দ্রক্ষণে স্ত্রী-সন্তানের পাশে থাকতে পারেননি তিনি। এসময় হাসপাতালে শাবনূরের পাশে ছিলেন তার মা, ভাই ও ছোট বোন ঝুমুর।

শাবনূরের বাবা শাহজাহান চেীধুরী নাতির আগমনে পুরো পরিবারে খুশীর ঢল নেমেছে জানিয়ে তার কন্যা ও নাতির সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত 'চাদঁনী রাতে' চলচ্চিত্রের মাধ্যমে চিত্র জগতে অভিষেক ঘটে শাবনূরের। তার প্রকৃত নাম নুপূর।

এপর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই জনপ্রিয় নায়িকা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।