আমাদের কথা খুঁজে নিন

   

তওবা ।



তওবা কি?

আল্লাহ সুবহানুহুতায়া’লার অগণিত অসংখ্য নেয়ামতের মধ্যে তওবা অন্যতম। তওবার শাব্দিক অর্থ ফিরে আসা। উদ্দেশ্য গুনাহ্ থেকে ফিরে আসা। কোরআন ও সুন্নাহর পরিভাষায় তওবার অর্থ (১) বিগত গুনাহের জণ্য অণুতপ্ত হওয়া এবং (২) ভবিষ্যতে তার ধারে কাছে না যাওয়ার দৃঢ় সংকল্প করা।

হযরত হাসান বসরী (রহঃ) বলেনঃ (১) বিগত কর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং (২) ভবিষ্যতে তার পুনারাবৃত্তি না করার ইচ্ছা করাই তওবায়ে নছুহা (খাঁটি তওবা)। তওবায়ে নছুহা অর্থ এমন তওবা, যা রিয়া ও নাম-যশ থেকে মুক্ত; কেবল আল্লাহ্ তাআলার সন্তুষ্টি অর্জন ও আযাবের ভয়ে ভীত হয়ে এবং গুনহের কারণে অনুতপ্ত হয়ে গুনাহ্ পরিত্যাগ করা। কলবী (রহঃ) বলেনঃ তওবায়ে নছুহা হল (১) মুখে ক্ষমা প্রার্থনা করা, (২) অন্তরে অণুশোচনা করা এবং (৩) অঙ্গ-প্রত্যঙ্গকে ভবিষ্যতে সে গুনাহ্ থেকে দূরে রাখা। আরও জানতে ক্লীক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।