আমাদের কথা খুঁজে নিন

   

মানুষকে 'হিমালয়' চেনাবেন রামদেব

'বাচ্চা' রাহুল গান্ধীকে বিঁধে 'হিমালয়' নরেন্দ্র মোদীর স্বপক্ষে প্রচারে নামছেন বাবা রামদেব। মানুষের দরজায় দরজায় গিয়ে তিনি বোঝাবেন নরেন্দ্র মোদীকে ভোট দিলে দেশের কতটা উপকার হবে।

যোগগুরু রামদেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "দুর্নীতি সব দলেই আছে। কিন্তু, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়কের মতো রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত নন। কংগ্রেসের সঙ্গে বিজেপির প্রধান পার্থক্য হল, কংগ্রেসের শীর্ষ নেতারা দুর্নীতিবাজ।

আমার মতে, নরেন্দ্র মোদী হলেন হিমালয়। তাঁর সামনে রাহুল গান্ধী একদম বাচ্চা। রাহুল হিরো থেকে জিরো হয়ে গিয়েছেন। গত দশ বছর ধরে উনি কিছু করতে পারেননি, এখন কী আর করবেন!" তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে দেশের ভালো হবে। লোকসভা নির্বাচনের আগে তিনি মানুষের দরজায় গিয়ে নরেন্দ্র মোদীর স্বপক্ষে প্রচার চালাবেন।

অরবিন্দ কেজরিওয়ালকেও একহাত নিয়েছেন রামদেব। তাঁর অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে লড়ে এখন তাদের সঙ্গে হাত মিলিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এটা কেমন আদর্শবাদের পরিচয়? ভারতের রাজনীতিতে আমআদমি পার্টি কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করলেও বড় ধরনের ধাক্কা দিতে পারবে না বলেও তাঁর মত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.