আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা বরফের মত গলে মিশে যায় অথৈ জলে!!

জীবনের জন্যই এই সব কথামালা ► পিছু ফেরা পাপ! ঘাসফড়িং গর্ত খুঁড়ে, নিজের কবর হারিয়ে যাবে নবজন্মে, পূন্য রাজ্যে এখানে শীত, হাড়কাপানো পাপ এখানে ঠোঁট ফেটে যাওয়ার আক্ষেপ ভালোবাসা লীন হয়ে গেছে সংগোপনে খোলস পড়ে আছে ভিজে কুয়াশায় হিমেল হাওয়ায় হাত বেরোয় না, পড়ে থাক অন্ধকার, মৃত্যুর রাত কাঁপে আদিতে সবই ছিলো, ভালোবাসা আর অপেক্ষায় জমে থাকা সাদা বরফ। এখন ভুলে থাকার রাত্রি দিন, খুব করে পালাও, রোদে সপো শরীর স্মৃতিকাতরতা পাপ, শীতে ভেজা পাপ পালাও, সপে দাও নিজেকে আলোয় পিছু ফেরা তোমায় আর মানায় না।। ► আক্ষেপ! এতোগুলো রোদ, ভিজে ঘাসের দিন খেয়ে গেছে মহাকাল, নিঃশব্দে ঘড়ির কাটা ঘুরে যায় দিগন্তে একটা কামরাঙ্গা হলদে বিলাপ করে পাকা চুলের দুঃখে মুখে অমাবস্যা নামে, কত অবলীলায় বসন্ত ফুরোয় কত দ্রুত এখানে সন্ধ্যা ঘনায় পিপড়েটা এক ফোটা জল পেরোতে গিয়ে ধ্বংসের বিকট শব্দে মূর্চছা গেলে - অসীম শূন্যতায় নিজেকে খুঁজে পেলো, আরেক জন্মে? নাকি পৃথিবীটা ফিরে এলো নবরুপে কিচ্ছুটি জানবেনা কেউ, আমাদের ভালোবাসা মিলিয়ে গেছে জলে জীবনের যোগসূত্র শুধুই বিচ্ছেদে, এখানে ঢেউ নামে হাওয়ার সাথে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সোনালি দিনের আক্ষেপ কতগুলো শীত খুন করেছি ভুল ইচ্ছেয় স্বল্প সূর্যালোকে ওমের আশ্রয়ে! পাদটীকাঃ দুটি কবিতাই প্রায় একই ভাবনার। কিছু লাইনে ও মিল আছে। যেমন, প্রথমটি তে লিখলাম, ভালোবাসা লীন হয়ে গেছে সংগোপনে। আবার দ্বিতীয় কবিতায়, আমাদের ভালোবাসা মিলিয়ে গেছে জলে। এটা আমার শব্দ ভান্ডারের সীমাবদ্ধতা কিংবা ভাবনার সংকীর্ণতা। কিংবা কোনো এক ভাবনায় বুদ হয়ে থাকার ফল! যাই হোক, একটি কবিতা বাদ দেয়া যেত, এ সব মিলের কারণে; কিন্তু দুটো কবিতাই রেখে দিতে ইচ্ছে হলো। অবশ্য হাবিজাবি সব ই তো রেখে দিচ্ছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.