আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক অস্থিরতার দায় সরকারকেও নিতে হবে

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যে বিরূপ প্রভাব পড়েছে তার দায় সরকারকেও নিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল স্বায়ত্তশাসিত ওই প্রতিষ্ঠানটি থেকে গণমাধ্যমে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এ ধরনের বক্তব্য দেওয়া হয়।

এতে বলা হয়, 'দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কৃষি ও শিল্প খাতের উপকরণ ও পণ্যাদির স্বাভাবিক চলাচল বিঘি্নত হয়ে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়েছে। এতে স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এই অস্বাভাবিক পরিস্থিতির দায়ভার এককভাবে ব্যাংকগুলোর পক্ষে বহন করা সম্ভব নয়। কেননা এর ফলে ব্যাংকগুলো রুগ্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে সামগ্রিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে। তাই উদ্ভূত পরিস্থিতির দায়ভার সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের বহন করা উচিত।' ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থাটি তার বিবৃতিতে আরও উল্লেখ করে 'বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে যথেষ্ট নীতি নমনীয়তা দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ইতোমধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপগুলোর মধ্যে ইডিএফ ঋণের সুদ হার কমানো, এসএমই ঋণের ক্ষেত্রে বিবিধ সহায়তা, ক্ষতিগ্রস্ত উৎপাদনমুখী কর্মকাণ্ড এবং ব্যবসা-বাণিজ্যে অর্থায়ন নির্বিঘ্ন রাখা, অগি্নকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্ট্যান্ডার্ড গ্রুপকে সহায়তা করা এবং ছুটির দিনে ব্যাংক খোলা রাখার বিষয়গুলো উল্লেখ করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.