আমাদের কথা খুঁজে নিন

   

মাগো তোমার কষ্ট লাগেনা ? আমি যে এখনও তোমার অপেক্ষায়, সেই নীল শার্টের বুতামগুলো আজও লাগানো হয়নি !!!

ন্যায় অন্যায় বুঝিনে, জানি শুধু তোমারে!! আমি এখন মায়ের কাছে নেই,মাকে খুব মনে পরছে ।আর তাই মনে পড়ে গেলো মুইন এর মাকে হারানোর সেই বিষাদ স্মৃতি। জানি আমার এ তুচ্ছ মস্তিষ্ক থেকে কলমে আসা বেদনা মুইন এর কষ্টের এক বিন্দু পরিমাণও না , জেনেও ওর জন্য লিখলাম ।। মনে পড়ে সে মায়া ভরা মু্‌খ, নির্মল হাসি, আবেগি কণ্ঠস্বর, শাসনের সে মিষ্টি স্বর! এমন অভিমানী তুমি! লক্ষ্মী মা লক্ষ্মী তুমি, ফিরে আসনা, তুমি কি দেখনা? আমি সন্ধ্যা হলেই ঘড়ে ফিরি, আমি কিন্তু সে নই, যে শুনতনা তোমার কোনও মানা! একবার বলেই দেখনা, এই পাগলা, বেরোসনে এ দুপুরবেলা! সত্যি সত্যি বলছি মা, যদি জানতাম চলে যাবে, তবে ঐদিন রাত করে ফিরতাম না! কেমন মনভোলা তুমি মা! আমাকে তো সাথে নিতে পারতে! তুমি কি আমার ডাক শুনতে পাওনা? এভাবে আমাকে ভুলে গেলে? ঈদ গেলো তুমি এলেনা! তাই সেমাই খাওয়া হল না! তুমিই বল আমি কি তোমার মতো পারি? আমি কিন্তু তেমনই আছি! জিন্স,টিশার্টগুলো এখনও ফ্লোরে! কই তুমি মা? বকো না কেন? তোমার ব্যাগের টাকাগুলো তেমনই আছে! আমি এখন আর চুরি করিনা! পরলোকে এমন কি কাজ তোমার? আমাকে একটু দেখার সময়ও পাওনা! তুমি থাকো তোমার কাজ নিয়ে আর কখনও ডাকবনা! মাগো তুমি আসবে কবে? আসবে কি ফিরে ধরণীর পরে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।