আমাদের কথা খুঁজে নিন

   

তেলের দাম বৃদ্ধি এবং সরকারের ঈমানী সিদ্ধান্ত

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল ইহা একটি রম্য পোষ্ট ভাইসব বিশেষ ঘোষণা। আর তেল দেবেন না ---কারণ তেলের দাম বেড়ে গেছে। আল্লাহ তোষামদকারীদের পছন্দ না করলেও মানুষ খুব পছন্দ করে। আর তাই তারা তেল চায়।

বিশেষ করে রাজনীতিক, বড় কর্তা, মাস্তান মবাই তেল পছন্দ করে। বিএনপির নেতারা তেল দেয়-- তাদের ভাইয়া ম্যাডাম এবং কোকো সাহেবকে। আওয়ামী কর্মীরা তেল দেয়- নেত্রী, ভাইয়া আবা সবাইরে। এরশাদের লোকজন তেল দেয় এরশাদরে। (মুস্কিল হলো তারা তেল পেয়ে খুশী হয় এমনকি লজ্জাও পায় না।

) নেতা নেত্রীরা নির্বাচনের আগে তেল দেয় জনগণকে আর পরে দেয় বংশদন্ড। সেই তেল দেওযার দিন শেষ। এখন তেলের দাম বাড়িয়েছে সরকার। তেল দেওয়ার গণতান্ত্রিক অধিকারও হরণ করেছে সরকার। তবে যাই কন আর তাই কন, এবার সরকার একটা ঈমানী কাজ করছে।

আল্লাহ যেমন তোষামোদ (মানে তেল দেওয়া) পছন্দ করেন না, সরকারও জনগণকে আল্লাহমুখী করার জন্য এই তেলের দাম বাড়িয়ে দিয়েছে-- যাতে তারা আল্লাহ এর ইচ্ছাবিরোধি কাজ না করে। এই সরকার ইসলাম বিরোধী বলে যারা প্রচার করেন তারা একটা জুতার বাড়ি খাইলেন বটে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।