আমাদের কথা খুঁজে নিন

   

ফানি অ্যাওয়ার্ড ২০১২ - ২০১২ সালে নিজ নিজ ক্ষেত্রে অবদানের পুরস্কার

সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে । ২০১২ সালে অনেকেই নিজ নিজ ক্ষেত্র থেকে অবদান রেখে গেছেন । কিন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি তাদের জন্য কেউ পুরস্কারের ব্যাবস্থা করেনি । ব্যাপারটা খুবই দুঃখজনক হয়েছে ।

তবে আপনি জেনে খুশী হবেন দেরীতে হলেও আমরা ফানি অ্যাওয়ার্ড টিম ২০১২ সালের সেরা পারফরমারদের পূরস্কৃত করার উদ্যেগ নিয়েছি । কারা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন তা নিচে দেওয়া হল । সংগীত ক্যাটাগরিতে বিজয়ী বিজয়ীঃ- ইভা রহমান । যেকারনে অ্যাওয়ার্ড প্রাপ্তিঃআমাদের সকলের প্রিয় শকুনকন্ঠী গায়িকা । তিনি তার কন্ঠের জাদুতে সবাইকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ।

যদিও তাকে নিয়ে নিন্দুকেরা বরাবরই কুৎসা রটায় তবে তিনিই এই অ্যাওয়ার্ডের উপযুক্ত । কারন তিনি কন্ঠসাধনা নামক শব্দদূষনের দায়ে অভিযুক্ত হওয়ার পরেও কন্ঠসাধনা করে গেছেন ২০১২ সালে । তাকে নিয়ে ফেসবুকেও অনেক ফ্যান পেইজ খোলা হয়েছে - যেমন- কাকে কা কা করে কুমির ঘাস খায় আর ইভা রহমানও গান গায়, ইভা রহমান ১৮+, শকুনকন্ঠী গায়িকা ইভা । বুঝতেই পারছেন যিনি এত জনপ্রিয় তাকে কি অ্যাওয়ার্ডটা আমরা না দিয়ে পারি ? সেরা খেলোয়াড় ক্যাটাগরিতে বিজয়ী বিজয়ীঃ-মোহাম্মদ আশরাফুল । যেকারনে অ্যাওয়ার্ড প্রাপ্তিঃডায়রিয়া আক্রান্ত রোগী যেমন কয়েক মিনিট পর পর বাথরুমে ঢুকে আর বের হয় ঠিক তেমনি তিনি কয়েকদিন পর পর জাতীয় দলে ঢুকেছেন আর বের হয়েছেন ।

সুতরাং সেরা খেলোয়াড় ২০১২ এ তিনিই অ্যাওয়ার্ড বিজয়ী । সেরা চলচ্চিত্র নায়ক ক্যাটাগরিতে বিজয়ী বিজয়ীঃ- জলিল অনন্ত । যেকারনে অ্যাওয়ার্ড প্রাপ্তিঃ আর ইউ পম ঘানা ? হ্যা, এই ক্যাটাগরিতে তাকে বিজয়ী না করলে হয়তো আমাদের প্রতিই এই প্রশ্ন ছুড়ে দিতেন তিনি । তাছাড়া তিনি যেহেতু সকলের ভচ তাই এই ক্যাটাগরিতে তাকে বিজয়ী না করার সাহস আমরা ফানি অ্যাওয়ার্ড টিমের কেউই পাইনি । সেরা সাহিত্যিক ক্যাটাগরিতে বিজয়ী বিজয়ীঃ- কাক ।

যেকারনে অ্যাওয়ার্ড প্রাপ্তিঃ কথায় কথায় আমরা বলি বাংলাদেশে কাকের চাইতে কবির সংখ্যা বেশি । সত্যি তাই । আমরা অনেক গবেষনা করেও বের করতে পারলাম না এই ক্যাটাগরিতে বিজয়ী কে ! সবখানে শুধু কবিই দেখা যায় । কাকে ছেড়ে কাকে দিব ? তাছাড়া প্রতিদিন সকালে আমাদের কবিতা শুনানোর কাজটি কিন্ত কাকই করে । তার সুমধুর কা কা কবিতার ছন্দে ঘুম থেকে উঠি আমরা ।

তাই কাকই ২০১২ সালের সেরা সাহিত্যিক । এবার বিশেষ ক্যাটাগরি সব অ্যাওয়ার্ডেই বিশেষ ক্যাটাগরি থাকে । ফানি অ্যাওয়ার্ড ২০১২ তেও আমরা একটা বিশেষ ক্যাটাগরি রেখেছি । আসুন দেখা যাক বিশেষ ক্যাটাগরিটা কি এবং কে পাচ্ছেন সেই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড । বিশেষ ক্যাটাগরিঃ- সেরা দেশপ্রেমিক ২০১২ বিজয়ীঃ জনাব আবুল হোসেন ।

যেকারনে অ্যাওয়ার্ড প্রাপ্তিঃএই অ্যাওয়ার্ড এর উপযুক্ত একমাত্র আবুল হোসেন । আমরা অনেক খুঁজেও আর কাউকে এর উপযুক্ত খুজে পাইনি । বলতে গেলে খুজতে যাওয়ার মত সাহস করিনি যেখানে প্রধানমন্ত্রী আবুল হোসেনকে দেশপ্রেমিকের সার্টিফিকেট দিয়েছেন সেখানে আমরা অন্য কাউকে খুজতে যাই কোন সাহসে ? আমাদের বুকের পাটা এত বড় নয় । তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাওয়ার্ডটি নিজের করে নিলেন আবুল হোসেন । অ্যাওয়ার্ড প্রাপ্তির পুরস্কার ও অন্যান্য বিষয় কারা কারা কোন কোন ক্যাটাগরিতে ২০১২ সালে নিজ নিজ ক্ষেত্রে অবদান স্বরুপ অ্যাওয়ার্ড পেলেন তা জানলেন ।

কেন পেলেন তাও জানলেন । এখন তারা অ্যাওয়ার্ড প্রাপ্তি স্বরুপ কি কি পুরস্কার পাচ্ছেন তা আপনাদের জানানোর পালা । ১.কষে একটা করে লাঠির বাড়ি (অবশ্যই পেছনের দিকে ) ২.একটা সার্টিফিকেট যেখানে লেখা থাকবে- তিনি একজন ননসেন্স ও ইডিয়ট । অ্যওয়ার্ড প্রাপ্তদেরকে ৭ দিনের মধ্যে ফানি অ্যাওয়ার্ড এর অফিসে যোগাযোগ করার জন্য বলা হল । (অবশ্যই পরিচয়পত্র সহ ) ফানি অ্যাওয়ার্ড অফিসের ঠিকানা ৯৯৯/২ হাসা-হাসির গলি, ইতর রোড,হাতি-ঝিল ঢাকা-৯০০০ যেদিন বিজয়ীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে আমরা খুব জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের অ্যাওয়ার্ড প্রদান করব ।

আমাদের প্রস্তুতি নেওয়া শেষ । বিজয়ীরা যদি অফিসে এসে যোগাযোগ করে তাহলেই আমরা জানিয়ে দেব অনুষ্ঠান কবে এবং কোথায় আমরা করব । কিন্ত পাঠক অনেক দুঃখের সাথে জানাচ্ছি বিজয়ীদের কেউই আমাদের অফিসে এসে যোগাযোগ করবে না বলে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি । সুতরাং বুঝতেই পেরেছেন............. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।