আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণফোনের রাজস্ব আয় বেড়েছে

বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ফ্রিজতফ রাস্তেন এ তথ্য জানান।  
ফ্রিজতফ রাস্তেন জানান, বছরের প্রথম প্রান্তিকের রাজস্ব আয় আগের প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি এবং ২০১২ এর একই সময়ের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন “ব্যাপক প্রতিযোগিতা এবং দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে সারা প্রান্তিক জুড়েই ভয়েস রাজস্ব প্রবৃদ্ধি স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। প্রধানত বিভিন্ন ক্যাম্পেইনের ফলে ফোনের ব্যবহার বৃদ্ধি এবং ননভয়েস সেবা যেমন এসএমএস, সহযোগী ব্যবসা এবং স্থগিত সিম পরিবর্তন আয়ের এককালীন স্বীকৃতির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে।
তবে সম্প্রতি হরতালের কারণে ব্যবসায় প্রভাব ফেলছে বলে জানান বিবেক সুদ।

   
গ্রামীণফোনের সিইও বলেন, প্রতিযোগিতামূলক মূল্যে সেবা প্রদান, বিতরণ ও খুচরা বিক্রেতা জোরদার যোগাযোগ এবং আঞ্চলিক পর্যায়ে অধিক গুরুত্ব প্রদানের ফলে চলমান প্রতিযোগিতা ও প্রতিকূল পরিস্থিতিতেও গ্রামীণফোন তার নেতৃত্ব সংহত করতে পেরেছে।
বিগত প্রান্তিকে গ্রামীণফোন ১৮ লাখ নতুন গ্রাহক সংগ্রহ করেছে, যার ফলে বছর শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৭ লাখ ৯০ হাজার এবং মার্কেট শেয়ার হয়েছে প্রায় শতকরা সাড়ে ৪১ ভাগ।
আগামী জুনে থ্রিজি লাইসেন্স নিলামের আগে অপারেটরেদের তোলা বিভিন্ন দাবির বিষয়গুলো সমাধান না হলে নিলামে গ্রামীনফোন অংশ নিবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিবেক বলেন, “আশা করি নিলামের আগেই এসব সমস্যা সমাধান হয়ে যাবে। ”
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ৬১ লাখ ইন্টারনেট গ্রাহক গ্রামীণফোনের রাজস্ব উন্নয়নে ভূমিকা রেখেছেন।
বিভিন্ন স্মার্টফোন ও ট্যাবলেট ক্যাম্পেইন ও প্রচারণার মাধ্যমে দেয়া অফারগুলো এই সম্ভাবনাময় সেগমেন্টের রাজস্ব বৃদ্ধিতে সাহায্য করেছে।


আয়কর প্রদানের পর ২০১২ এর প্রথম প্রান্তিকের শতকরা ২২ ভাগ মার্জিনসহ ৫২০ কোটি টাকা মুনাফার তুলনায় ২০১৩ এর প্রথম প্রান্তিকে নিট মুনাফা হয়েছে শতকরা ১৯ ভাগ মার্জিনসহ ৪৫০ কোটি টাকা।
চালু হওয়ার পর থেকে গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমাণ ২১,৫০০ কোটি টাকা দাঁড়িয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রামীণফোন ২০১৩ এর প্রথম প্রান্তিকের সরকারি কোষাগারে কর, ভ্যাট ও শুল্ক আকারে মোট ১২২০ কোটি টাকা জমা দিয়েছে। এতে প্রতিষ্ঠার পর থেকে সরকারি কোষাগারে জমা দেয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩২,১০০ কোটি টাকা।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.