আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণফোনের নতুন ধান্দাবাজি!!!!!!!!!!

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them. মানুষের কাছ থেকে টাকা মারার নতুন ধান্দা....... বাজারে আসার আগেই শেষ হয়ে গেছে সিম্ফনি ব্র্যান্ডের নতুন ট্যাবলেট কম্পিউটার! গত শনিবার দেশের শীর্ষ সেলফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন সিম্ফনির দুটি ভিন্ন মডেলের ট্যাবলেট পিসি তাদের নিজস্ব স্টলে বিক্রির ঘোষণা দেয়। ১২ হাজার ৮৫০ টাকা দামে এক্সপ্লোরার টি৮ এবং ১০ হাজার ৮৫০ টাকায় টি৭ মডেলের এই ট্যাবের সঙ্গে ৮ গিগাবাইট ডাটা কার্ড ও ৫ মাসব্যাপী ইন্টারনেট প্যাকেজ দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। যথাক্রমে ৮ ও ৭ ইঞ্চি স্পর্শ পর্দা এবং ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর সমৃদ্ধ এই ট্যাব নিয়ে ক্রেতাদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়। তবে কেনার আগ্রহ থাকলেও জিপি স্টোরে সিম্ফনি ট্যাব পাওয়া যায়নি বলে অনেকেই অভিযোগ করেন। সাদেক সামি নামে একজন ক্রেতা ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেন, 'বাজারে ছাড়ার প্রথম দিন গুলশান জিপি সেন্টারে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও ট্যাব পাওয়া যায়নি। দোকান কর্তৃপক্ষ জানান, ট্যাব এখনও আসেনি। পরদিন গেলে জানানো হয়, মজুদ শেষ!' সিম্ফনি ট্যাব কিনতে না পেরে এরকম অভিযোগ করেছেন অনেকেই। এ সম্পর্কে গ্রামীণফোনের করপোরেট যোগাযোগ বিশেষজ্ঞ শওকত ইমাম সমকালকে জানান, প্রথমবারের মতো আমরা সীমিত সংখ্যক সিম্ফনি ট্যাব আনি। আগামী জানুয়ারিতেই চাহিদা অনুযায়ী এই ট্যাব আবার বাজারজাত করা হবে। সূত্র: দৈনিক সমকাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.