আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়াতে সবচাইতে লম্বা কাঠ খোদাই করা ভাস্কর্য



কাঠের কাজটা দারুণ সুন্দর তাইনা!
আসেন জানি আর ছবি দেখি দুনিয়াতে সবচাইতে লম্বা একটুকরা কাঠের মধ্যে খোদাই করে কারুকার্য করা ভাস্কর্য যেটা নাকি গিনেস বুকে বিশ্বরেকর্ড হয়ে গেছে!

রেকর্ডধারী শিল্পিটি একজন চীনা, জেং চুনহুয়ি। তিনি ৪০ ফুটের বেশী লম্বা একটা গাছের গুড়িতে খোদাই করা কাজ করে বিশ্বরেকর্ড করেছেন!
কাজটা করতে তার ৪ বছরের বেশী সময় লেগেছে।
কাঠের গুড়িতে খোদাই করে যে দৃশ্য তিনি বানিয়েছেন সেটা একটা চীনা বিখ্যাত তৈলচিত্র । চিত্রটার নাম ছিল 'কিংমিং উৎসবের সময় নদীর ধারে'।
শিল্পটির মধ্যে ব্রিজ, বাড়ীঘর, ৫৫০ জন মানুষের মুর্ত্তি ইত্যাদি অনেক কিছু আছে!

কাঠের ভাস্কর্যটি ১২.২৮৬ মিটার লম্বা, ৩.০৭৫ মিটার উঁচু আর ২.৪০১ মিটার চওড়া।


মূল চিত্রটিতে প্রাচীন প্রায় ৯০০ বছর আগের ধনী আর গরিব চীনাদের দৈনন্দিন জীবনের ছবি দেখায়। চিত্রটি সঙ সাম্রাজ্যের সময় তৈরী হয়।

ভাস্কর্যটি প‌্যালেস মিউজিয়ামে রাখা আছে। ছবি দেখুন:














শেষে একটু রস:
এক বিবাহিত লোক রাস্তা দিয়ে হাটছে, কাছেই অফিসে যাবে। হঠাৎ একটা আওয়াজ এলো " থামো, আর এক পা'ও এগোবেনা, সামনে বিপদ' লোকটি থামল আর সাথে সাথে উপর থেকে একটা দশ ইন্চি ইঁট মাটিতে পড়ল।

আর একটু হলেই লোকটা গেছিল।
লোকটা আবার হাটতে শুরু করল এমন সময় আবার সেই আওয়াজ 'থামো এগোবেনা সামনে বিপদ' লোকটা থেমে গেল আর তক্ষুনি একটা প্রকান্ড ট্রাক সজোরে এসে সামনের দেয়ালে ধাক্কা দিল। আরেকটু হলেই লোকটার প্রান যেত।
পর পর দুবার লোকটার প্রান বাঁচিয়েছে এবার লোকটা জিজ্ঞেস করল 'কে আপনি দু দুবার আমার প্রান বাঁচালেন?' উত্তর এলো 'আমি তোমার বিপদে রক্ষা করার দেবতা'।
এবার লোকটা রেগে গিয়ে বলল ' আরে মিয়া আমি যেদিন বিয়ে করলুম সেদিন আপনি কোথায় ছিলেন?'


সুত্র:

Click This Link




 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.