আমাদের কথা খুঁজে নিন

   

স্বাভাবিক জীবনে শাবনূর

ব্যক্তিজীবন নিয়ে নায়িকাদের লুকোচুরি করতে হবে- এ যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। দেশের শীর্ষ নায়িকাদের একজন শাবনূরও এ নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেছেন। কিন্তু এ লুকোচুরি খেলায় তিনি কুড়িয়েছেন শুধু বদনামই। বিয়ে করেছেন সেই কবে। কিন্তু কাক-পক্ষীকেও জানাননি।

একেবারে গোপন রেখেছেন। দু'একজন টের পেলেও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু গোপন রাখতে রাখতে নিজের ভেতরে বেড়ে ওঠা সন্তানের পরিচয়টাই যেন হুমকির মুখে ফেলে দিয়েছিলেন। তাই একেবারে খাদের কিনারে এসে ঘুরে দাঁড়িয়েছেন। সবাইকে জানিয়েছেন, তিনি মা হতে যাচ্ছেন।

তাহলে স্বামী কে? প্রশ্নটা স্বাভাবিকভাবে আর এড়িয়ে যেতে পারলেন না। জানিয়ে দিলেন, অনিকই তার স্বামী। সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল, সত্য মনের মধ্যে পুষে রেখে দাঁতে দাঁত চেপে অবলীলায় এতদিন মিথ্যে বলে গিয়েছেন। অন্য আট-দশটা নায়িকার মতো তিনিও অসহায় 'গুজব' শব্দটির ঘাড়ে সব দোষ চাপিয়ে শুদ্ধ কুমারী হওয়ার চেষ্টা করেছেন। যাই হোক, নায়িকাদের পুরনো ইতিহাস পুনরাবৃত্তি করে শাবনূর এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

লুকোচুরি গল্পের ঝাঁপি বন্ধ করে চেষ্টা করছেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে অবার্ন হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শাবনূর। নবজাতকের নাম রাখা হয়েছে আইজান নেহান। শাবনূর ও তার নবজাতক এখন হাসপাতালের চিকিসক ডা. জিকলির তত্ত্বাবধানে আছেন। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

এখন তার পাশে রয়েছেন ছোট মেয়ে ঝুমুর ও তার স্বামী। এদিকে শাবনূরের স্বামী অনিক মাহমুদ ব্যবসাসংক্রান্ত জটিলতার কারণে অস্ট্রেলিয়া যেতে পারেননি। শাবনূরের বাবা বলেন, 'নূপুরের [শাবনূরের পারিবারিক নাম] ছেলে হওয়ার খবরে গোটা পরিবারে এখন আনন্দের ঢল নেমেছে। তারপর ঝুমুরও মা হচ্ছে। দুই মেয়ের মা হওয়ার খবরে আমি দারুণ আনন্দিত।

খুব শীঘ্রই বিনোদন জগতের মানুষদের নিয়ে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করব। '

শাবনূর স্বাভাবিক জীবনে ফিরছেন এর প্রমাণ আগামী মার্চে ছেলেকে নিয়ে তিনি দেশে ফিরবেন। আবার নতুন করে শুরু করবেন কাজ। নিজের হাতে অনেক ছবির কাজ জমে আছে_ সেগুলো শেষ করবেন। সবমিলিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন।

আশা করা যায়, এবার নিশ্চিন্তেই নিঃশ্বাস নিতে পারবেন তিনি। কারণ সব গোপন গল্প জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াতে বসেই।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.