আমাদের কথা খুঁজে নিন

   

ভেন্টিলেশনে মহানায়িকা, চিন্তায় চিকিৎসকরা

ফের সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা সঙ্কটজনক। মহানায়িকাকে আপাতত ভন্টিলেশনে রাখা হয়েছে।

রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে মহানায়িকাকে।

মহানায়িকার হৃদস্পন্দনের বারবার ওঠানামার কারণে আগে থেকেই চিন্তায় ছিলেন চিকিৎসকরা।

বুধবার রাতে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন সুচিত্রা। আচমকা শ্বাসকষ্ট বেড়ে যায় তাঁর। বেড়ে যায় হৃদস্পন্দনও। বৃহস্পতিবার সকালের দিকে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। অবস্থার উন্নতি হলেও চিকিৎসকরা জানিয়ে ছিলেন সঙ্কট কাটেনি।

আবারও অবস্থার অবনতি হতে পারে বলে আগেই জানিয়েছিল মহানায়িকার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিম।

চিকিৎসকরা জানান, মহানায়িকার ফুসফুসের সংক্রমণ কমাতে অ্যান্টিবায়েটিক দেওয়া হয়েছে। সেই কারণেই হৃদস্পন্দন বেড়ে গেছে। স্টেরয়েড দেওয়া হয়েছে। তাঁর শরীরের রক্তে শর্করার পরিমাণও বেড়ে গেছে অনেকটাই।

গত ২৩ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তারপর থেকেই শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হচ্ছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.